০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে বদল হবে, গঠিত হবে নতুন সরকার, ভোট দিয়ে বললেন তেজস্বী যাদব

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার
  • / 91

 

বিহারে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৭টা থেকেই ১৮ জেলার ১২১টি আসনে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে।
দিনের শুরুতেই পাটনায় সপরিবারে ভোট দেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “বদল হবেই।”

লালুর স্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাঁদের দুই পুত্র তেজস্বী যাদব ও তেজপ্রতাপ যাদব,দুজনেই আজ ভোট দিয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে আরজেডি নেতা ও মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব বলেন, “আগামী ১৪ নভেম্বর বিহারে বদল আসছে, গঠিত হবে নতুন সরকার।”
এদিকে, ভোটের দিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (টুইটার),এ পোস্ট করে বিহারের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজ গণতন্ত্রের উৎসবের দিন। সবাই যেন শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।”
প্রথম দফায় প্রায় ৩ কোটি ৭৫ লাখ ভোটার তাঁদের প্রতিনিধি বেছে নিচ্ছেন। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর, আর ভোট গণনা হবে ১৪ নভেম্বর।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে বদল হবে, গঠিত হবে নতুন সরকার, ভোট দিয়ে বললেন তেজস্বী যাদব

আপডেট : ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার

 

বিহারে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৭টা থেকেই ১৮ জেলার ১২১টি আসনে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে।
দিনের শুরুতেই পাটনায় সপরিবারে ভোট দেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “বদল হবেই।”

লালুর স্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাঁদের দুই পুত্র তেজস্বী যাদব ও তেজপ্রতাপ যাদব,দুজনেই আজ ভোট দিয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে আরজেডি নেতা ও মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব বলেন, “আগামী ১৪ নভেম্বর বিহারে বদল আসছে, গঠিত হবে নতুন সরকার।”
এদিকে, ভোটের দিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (টুইটার),এ পোস্ট করে বিহারের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজ গণতন্ত্রের উৎসবের দিন। সবাই যেন শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।”
প্রথম দফায় প্রায় ৩ কোটি ৭৫ লাখ ভোটার তাঁদের প্রতিনিধি বেছে নিচ্ছেন। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর, আর ভোট গণনা হবে ১৪ নভেম্বর।