বাংলাই এখন দেশের সেরা! SIR কর্মসূচিতে শীর্ষে পশ্চিমবঙ্গ
- আপডেট : ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার
- / 118
Map of West Bengal isolated on blue background. Trendy icon with a flat design style and a long shadow effect. Vector Illustration (EPS10, well layered and grouped). Easy to edit, manipulate, resize or colorize. Vector and Jpeg file of different sizes.
পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এর কাজে সারা দেশে শীর্ষে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে, তবে সক্রিয়তা ও সাফল্যের নিরিখে সবচেয়ে এগিয়ে বাংলা।
নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ, মাঠপর্যায়ের কাজ এবং গণসংযোগ—সব ক্ষেত্রেই রাজ্যের প্রশাসন ও বুথ লেভেল অফিসারদের কর্মদক্ষতা প্রশংসনীয়। এক কমিশন আধিকারিকের কথায়, “বাংলায় এসআইআর কার্যক্রম অত্যন্ত সফলভাবে এগোচ্ছে। BLO-রা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন।”
বৃহস্পতিবার রাত পর্যন্ত রাজ্যের ২ কোটিরও বেশি ভোটারকে পৌঁছে দেওয়া হয়েছে এনুমারেশন ফর্ম। দ্রুতগতিতে চলছে তথ্য যাচাই, সংশোধন ও নবনিবন্ধনের কাজ।
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দল ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় পরিদর্শন করেছে এবং রিপোর্টে সন্তুষ্টি প্রকাশ করেছে। আগামী কয়েক সপ্তাহে এই কাজ আরও গতিশীল হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন দফতর।
















































