আরএসএস-এ মুসলিমদের প্রবেশাধিকার নেই? বিতর্কের মুখে সংঘ প্রধান মোহন ভাগবত যা বললেন
- আপডেট : ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 94
পুবের কলম, ওয়েবডেস্ক: আরএসএসের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে বেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করলেন সংঘ প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, “সংঘে মুসলিম, খ্রিস্টান, ব্রাহ্মণ বা কোনও বর্ণভিত্তিক পরিচয়ের জন্য আলাদা জায়গা নেই। এই সংগঠন কেবলমাত্র ভারত মায়ের সন্তানদের জন্য।”
মুসলিম সম্প্রদায় সম্পর্কে আরএসএসের অবস্থান জানতে চাইলে ভাগবত বলেন, “সংঘে ধর্ম বা জাতি নয়, গুরুত্ব দেওয়া হয় ভারত মায়ের সন্তান হিসেবে ঐক্যবোধে। মুসলিম বা খ্রিস্টান যদি নিজেদের বিচ্ছিন্নতাবোধ দূর করে আসতে চান, তাঁরা স্বাগত।”
তবে একইসঙ্গে তিনি বলেন, “ভারতে বসবাসকারী প্রত্যেকেই হিন্দু সভ্যতার অংশ, কারণ সবার পূর্বপুরুষ হিন্দু। মুসলিম বা খ্রিস্টান—আমরা সবাই একই শিকড়ের সন্তান। ভারতে কোনও অহিন্দু নেই।”
আরএসএস-কে নিষিদ্ধ করার প্রসঙ্গেও তিনি বলেন, “সংঘকে তিনবার নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু প্রতিবার আদালত সেই নিষেধাজ্ঞা বাতিল করেছে। আমরা আইনত স্বীকৃত ও সংবিধানসম্মত সংগঠন। অনেক কিছুর মতোই আরএসএসও নথিভুক্ত নয়, যেমন হিন্দুধর্ম নিজেও নয়।”
ভাগবতের বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।





















































