এসআইআর আসলে বেনাগরিক করার ষড়যন্ত্র, রাজ্যজুড়ে আন্দোলনের ডাক স্ট্যালিনের
- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 58
পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর-এর বিরোধীতা করেছিলেন আগেই। এবার এসআইআর নিয়ে তীব্র বিরোধীতা করলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে রাজ্যব্যপী বিক্ষোভের ডাক দিলেন খোদ মুখ্যমন্ত্রীর। সোমবার তিনি বলেছেন, এসআইআর আসলে ভোটারদের তালিকা থেকে অপসারণের ষড়যন্ত্র। ডিএমকে ‘আইনি’ পদ্ধতিতে এবং ‘প্রকাশ্যে’ এসআইআর-এর বিরুদ্ধে লড়াই করবে। মুখ্যমন্ত্রীর দাবি, এসআইআর প্রক্রিয়া ভুল এবং বিভ্রান্তিকর।
সর্বদল বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এসআইআর-কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে হলফনামা জমা করা হয়েছে। এসআইআর-এর অতি দ্রুত, অস্পষ্ট এবং ত্রুটি-প্রবণ বাস্তবায়নের বিরুদ্ধে আন্দোলন করবেন তাঁরা। নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাত করেছে বিজেপি। স্ট্যালিনের দাবি, এই প্রক্রিয়া অত্যন্ত জটিল হওয়ায় শিক্ষিত মানুষও এই ফর্ম পূরণের সময় ভুল করতে পারেন। খসড়া ভোটার তালিকা প্রকাশের জন্য নির্ধারিত দিনের আগে কিভাবে কর্মীরা এই ফর্ম বিলির কাজ শেষ করতে পারবেন সেই বিষয়ে তাঁর সংশয় রয়েছে। স্ট্যালিন সতর্ক করেছেন, ‘আপনার ভোট চুরি হওয়ার সম্ভাবনা আপনার দোরগোড়ায় পৌঁছেছে। আসুন ঐক্যবদ্ধ হই এবং সতর্ক থাকি।’












































