SIR নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তির পরই সুপ্রিম কোর্টে মামলা তৃণমূলের
- আপডেট : ১০ নভেম্বর ২০২৫, সোমবার
- / 99
পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য আপত্তির কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করল তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ দোলা সেন ও মালা রায়ের নামে এই মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার মামলাটির শুনানি হতে পারে বলে জানা গেছে।
সোমবার উত্তরবঙ্গ সফরে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “যেভাবে বিজেপি ও নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে SIR-এর কাজ করছে, তাতে মানুষের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমার মনে হয়, SIR স্থগিত করা উচিত।” তাঁর এই মন্তব্যের পরপরই দলটি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। তৃণমূলের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ কাজের জন্য এত কম সময় নির্ধারণ করা সম্পূর্ণ অযৌক্তিক। তাঁদের দাবি, এখনও কোটি কোটি মানুষ সংশোধনের ফর্মই পাননি। এই পরিস্থিতিতে হঠাৎ করে কাজ শেষ করতে গেলে বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়ে যেতে পারে, যা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর।
মুখ্যমন্ত্রী বৈঠকে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে একযোগে কটাক্ষ করে বলেন, “নোটবন্দির মতো এবারও জোর করে SIR চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলার মানুষ তা মেনে নেবে না। নোটবন্দির মতোই এর ফলও উল্টো হবে।”
তিনি আরও বলেন, “অফিসার ও শিক্ষকরা দুই দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছেন। দুই ঘণ্টায় কত বাড়িতে যাওয়া সম্ভব? এত কম সময়ে এই কাজ করা বাস্তবসম্মত নয়।”
তৃণমূলের দাবি, SIR-এর নামে পরিকল্পিতভাবে প্রকৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। দলের হাতে এই সংক্রান্ত প্রাথমিক তথ্যও এসেছে বলে জানা গেছে। দলটির মতে, এটি শুধু রাজনৈতিক নয়, বরং গণতন্ত্র রক্ষার লড়াই। তৃণমূল জানিয়েছে, আদালতের রায় না আসা পর্যন্ত SIR প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানানো হবে। তাঁদের বক্তব্য— মানুষের ভোটাধিকার রক্ষা করাই এখন দলের প্রধান লক্ষ্য।













































