০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পথ অবরোধে আটকে শিশুর মৃত্যু, কি বলছে মৃতের পরিবার

রফিকুল হাসান
  • আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার
  • / 44

প্রতীকী ছবি।

পুবের কলম প্রতিবেদক, মোথাবাড়ি: পথ অবরোধে আটকে পড়ে অ্যাম্বুলেন্সে মৃত্যু হল মালদার এক শিশুর। মৃত শিশুর বাড়ি  মোথাবাড়ি থানার বাঙ্গিটোলার জোত অনন্তপুর গ্রামে। মালদা থেকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে  কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল।পথে নদিয়ায় রাস্তা অবরোধে আটকে যায় অ্যাম্বুলেন্স। পথেই মৃত্যু হয় ওই শিশুর।

 প্রাথমিকভাবে জানা গেছে, মৃত শিশুর নাম সাকিবুল শেখ(৭)। সে এলাকার একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। মঙ্গলবার বাড়িতে ছাদে খেলছিল এবং ছাদ থেকে পড়ে যায় সে। আহত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আনা হলে মেডিক্যালের কর্তব্যরত  চিকিৎসকেরা তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করে। তারা এখান থেকে রওনা হয় কলকাতার উদ্দ্যোশে। 

আরও পড়ুন: ঈদের নামায চলাকালীন বৃদ্ধের গলায় চাকুর কোপ: হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার অভিযুক্ত যুবক

পথে কৃষ্ণনগর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। সেখানে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি। তাদেরকে অনুরোধ করা হলেও তারা অ্যাম্বুলেন্সটি ছাড়েনি বলে অভিযোগ। প্রায় দুই ঘন্টা আটকে থাকে অ্যাম্বুলেন্সটি। ফলে মৃত্যুর কোলে ঢোলে পরে শিশুটি। ওখান থেকে বাড়িতে ফিরিয়ে আনে মৃত শিশুটিকে। পরিবারের দাবি, যারা পথ অবরোধ করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানায়।

আরও পড়ুন: দাম ছয় হাজার টাকা কেজি! দুর্মূল্য মিয়াজাকি আম ফলিয়ে সবাইকে চমকে দিয়েছেন ঝন্টু সরকার

আরও পড়ুন: মালদায় করোনা আক্রান্ত ২ বছরের শিশু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পথ অবরোধে আটকে শিশুর মৃত্যু, কি বলছে মৃতের পরিবার

আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার

পুবের কলম প্রতিবেদক, মোথাবাড়ি: পথ অবরোধে আটকে পড়ে অ্যাম্বুলেন্সে মৃত্যু হল মালদার এক শিশুর। মৃত শিশুর বাড়ি  মোথাবাড়ি থানার বাঙ্গিটোলার জোত অনন্তপুর গ্রামে। মালদা থেকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে  কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল।পথে নদিয়ায় রাস্তা অবরোধে আটকে যায় অ্যাম্বুলেন্স। পথেই মৃত্যু হয় ওই শিশুর।

 প্রাথমিকভাবে জানা গেছে, মৃত শিশুর নাম সাকিবুল শেখ(৭)। সে এলাকার একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। মঙ্গলবার বাড়িতে ছাদে খেলছিল এবং ছাদ থেকে পড়ে যায় সে। আহত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আনা হলে মেডিক্যালের কর্তব্যরত  চিকিৎসকেরা তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করে। তারা এখান থেকে রওনা হয় কলকাতার উদ্দ্যোশে। 

আরও পড়ুন: ঈদের নামায চলাকালীন বৃদ্ধের গলায় চাকুর কোপ: হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার অভিযুক্ত যুবক

পথে কৃষ্ণনগর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। সেখানে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি। তাদেরকে অনুরোধ করা হলেও তারা অ্যাম্বুলেন্সটি ছাড়েনি বলে অভিযোগ। প্রায় দুই ঘন্টা আটকে থাকে অ্যাম্বুলেন্সটি। ফলে মৃত্যুর কোলে ঢোলে পরে শিশুটি। ওখান থেকে বাড়িতে ফিরিয়ে আনে মৃত শিশুটিকে। পরিবারের দাবি, যারা পথ অবরোধ করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানায়।

আরও পড়ুন: দাম ছয় হাজার টাকা কেজি! দুর্মূল্য মিয়াজাকি আম ফলিয়ে সবাইকে চমকে দিয়েছেন ঝন্টু সরকার

আরও পড়ুন: মালদায় করোনা আক্রান্ত ২ বছরের শিশু