জ়ুবিন গর্গের মৃত্যু ‘দুর্ঘটনা’ নয়, ‘খুন’, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত
- আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 119
পুবের কলম, ওয়েবডেস্ক: বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানেই রহস্যমৃত্যু হয় গায়কের। তাঁর মৃত্যুতে ভারতীয় বিনোদুনিয়ায় আছড়ে পড়ে দুঃসংবাদ। গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এবার সেই ধোঁয়াশা কাটালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এদিন বিধানসভায় তিনি জানিয়েছেন, জ়ুবিন গর্গের মৃত্যু ‘দুর্ঘটনা’ নয়, ‘খুন’। জ়ুবিন গর্গের মৃত্যুর ঘটনায় এ দিন বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিরোধীরা। তা নিয়ে আলোচনার সময়েই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, এই ঘটনা কোনও ‘অনিচ্ছাকৃত খুনও নয়’, ‘অপরাধমূলক ষড়যন্ত্রও নয়’, তবে এটা ‘পরিষ্কার খুন’।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে প্যারাগ্লাইডিং করতে যান তিনি। ঠিক সেসময়েই বিপত্তি ঘটে! জানা গিয়েছে, প্যারাগ্লাইডিং করার সময়ে আচমকাই সমুদ্রের মধ্যে পড়ে যান জুবিন। অনেকটা সময় অচৈতন্য অবস্থাতেই সমুদ্রের জলে ভেসেছিলেন। খবর পেয়েই, সিঙ্গাপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে। তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন গর্গ। গায়কের মৃত্যুর ঘটনার তদন্তে কমিশন গঠন করা হয়েছে। সোমবার সেই কমিশন বয়ান রেকর্ড ও তথ্যপ্রমাণ পেশের সময়সীমা আরও কিছুটা বাড়িয়েছে। গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সাইকিয়া রয়েছেন কমিশনের মাথায়। ৩ নভেম্বর থেকে এই কমিশন জ়ুবিনের মৃত্যু সংক্রান্ত বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করছে, স্টেটমেন্ট রেকর্ড করছে।


















































