পুবের কলম, ওয়েবডেস্ক: অবশেষে প্রতীক্ষার অবসান। ইসরো সাবমেরিন থেকে উৎক্ষেপণ করল কে-৪ (K4) গোত্রের সাবমেরিন লঞ্চ ব্যালাস্টিক মিসাইল। পাশাপাশি আজ, বুধবার সকালে ইসরো ভেহিকল মার্ক-৩ (LVM3-M6) স্যাটেলাইটও উৎক্ষেপণ করল। একদিকে, মিসাইল, অন্যদিকে স্যাটেলাইট। আকাশ-মহাকাশ জুড়ে কার্যত নিজের ক্ষমতা দেখাল ভারত। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে উড়ে গেল LVM3 রকেট। বুধবার সকাল ০৮:৫৪ মিনিটে রকেটের সফল উৎক্ষেপণ হয় বলে জানিয়েছে ইসরো।
আমেরিকার স্যাটেলাইট ব্লুবার্ড ৬–কে লো আর্থ অরবিটে নিয়ে যাওয়ার জন্যে উড়ে গেল ভারতের ‘বাহুবলী’ LVM3 রকেট। জানা গিয়েছে, কে-৪ মিসাইলের ক্ষমতা প্রায় ৩ হাজার ৪০০ কিলোমিটার। সমুদ্রে পরমাণু শক্তিতে ভারতকে অনেকটা এগিয়ে দিল এই সফল মিসাইল উৎক্ষেপণ। বঙ্গোপসাগরে আইএনএস আরিহন্ত থেকে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়। এখনও পর্যন্ত সবথেকে ভারী উপগ্রহকে মহাকাশে পাঠালে ইসরো। এর আগে গত নভেম্বর মাসে ‘ইসরো’র তৈরি কৃত্রিম উপগ্রহ ‘সিএমএস-০৩’ সফল ভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। যার ওজন ছিল ৪৪১০ কেজি।
ইসরোকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘ভারতের মহাকাশ গবেষণার এটা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ একটি মাইলস্টোন তৈরি করল। ভারতের ভারী উপগ্রহ লঞ্চের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। গ্লোবাল কমার্সিয়াল লঞ্চ মার্কেটে আমাদের গুরুত্ব বাড়বে। আত্মনির্ভর ভারত গড়ে তোলার একটি সফল প্রতিফলন এটি। আমাদের প্রত্যেক মহাকাশ বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের আমি শুভেচ্ছা জানাই।’





























