পুবের কলম, ওয়েবডেস্ক: বাম শাসিত কেরলে খসড়া তালিকা থেকে বাদ গেল প্রায় ২৪ লক্ষ নাম। মঙ্গলবার প্রকাশিত হয়েছে কেরলের খসড়া তালিকা। ভোটার তালিকায় নিবিড় সংশোধনী প্রক্রিয়া শেষ হওয়ার পরে ওই তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন (সিইও) দফতর জানিয়েছে, ২,৭৮,৫০,৮৫৫ জন ভোটারের মধ্যে ২,৫৪,৪২,৩৫২ জন ভোটার তাদের গণনার ফর্ম জমা দিয়েছেন। খসড়া ভোটার তালিকায় বাদ গিয়েছে ২৪ লক্ষ ৮ হাজার জনের নাম। কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিক রতন ইউ খেলকার জানিয়েছেন, অনেকেই অন্য রাজ্যে চলে গিয়েছেন। সেই সঙ্গেই ১৮ ডিসেম্বর পর্যন্ত অনেকেই তাঁদের ফর্ম জমা দেননি। যাদের নাম বাদ গিয়েছে তারা আপত্তি জানাতে এবং আপিল করার জন্য ২২ জানুয়ারী পর্যন্ত সময় পাবেন।
সিইও-র তথ্য অনুযায়ী, রাজ্যে মৃত ভোটারের সংখ্যা ৬ লক্ষ ৪৯ হাজার ৮৮৫ জন। ১৪ লক্ষ ৬১ হাজার ৭৬৯ জন অন্যত্র চলে গিয়েছেন বা অনুপস্থিত ছিলেন। এছাড়াও ১ লক্ষ ৩৬ হাজার ২৯ জনের নাম ছিল একাধিক জায়গায়। তবে, বৈধ ভোটাররা আগামী বছরের ২২ জানুয়ারি পর্যন্ত নিজেদের নাম ওই তালিকায় তোলার সুযোগ পাবেন। আগামী বছরের ২১ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।





























