পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। শুক্রবার তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য ও জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে রাজ্যের শাসকদলে যোগ দেন অভিনেত্রী। তৃণমূলে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা তিনি বললেন, “গতকাল বড়দিন গিয়েছে। আজকের দিনটা আমার কাছে খুব বড়দিন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন পথ চলা শুরু করছি। সেই পথে আমি এগিয়ে যাব দিদির সঙ্গে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমার নতুন পথ চলা শুরু হল।”
প্রসঙ্গত, ২০১৮ সালের জুলাইয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্রে প্রার্থীও হন। তবে তৃণমূলের প্রার্থী তাপস রায়ের কাছে হেরে যান। তাপস রায় এখন বিজেপিতে। আর পার্নো মিত্র যোগ দিলেন তৃণমূলে। সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট। তার প্রাক্কালেই তৃণমূলে যোগ দিলেন পার্নো। যা কিনা অভিনেত্রীর প্রার্থী হওয়ার সম্ভাবনা উসকে দিল, বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

































