পুবের কলম, ওয়েবডেস্ক: জুম্মার নামাজের পর সিরিয়ার মসজিদে বোমা বিস্ফোরণ। দেশটির হোমসের একটি মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। ২০ জনের বেশি আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যে ঘটনাস্থলে তদন্ত কাজ শুরু করেছে সিরিয়ার নিরাপত্তাবাহিনী। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পরপরই এই হামলার ঘটনা ঘটেছে বলে খবর।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নামাজ শেষে মুসল্লিরা যখন মসজিদ ত্যাগ করছিলেন তখনই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের জেরে ছোট গর্ত তৈরি হয় এবং চারপাশে আগুনে পোড়া দাগ, ধ্বংসাবশেষ, বইপত্র ও বিস্ফোরণের টুকরো দেখা যায়। হোমস শহরের ওয়াদি আল-দাহাব এলাকায় অবস্থিত ইমাম আলী বিন আবি তালিব মসজিদে এই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণটি মসজিদের নামাজ পড়ার মূল কক্ষে ঘটে বলে ধারণা করা হচ্ছে।
এক ভিডিয়ো দেখা যায়, বিস্ফোরণের পর আতঙ্কিত মানুষজন মসজিদ থেকে ছুটে বেরিয়ে আসছেন। আহতদের কেউ স্ট্রেচারে, আবার কাউকে চাদর বা পোশাকে মুড়িয়ে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।


































