২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এইচ-১বি ভিসার অ্যাপয়েন্টমেন্ট বাতিল, উদ্বিগ্ন ভারত; ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা বিদেশ মন্ত্রকের

 

বছরের শেষে বহু ভারতীয় নাগরিকের এইচ-১বি ভিসার সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট হঠাৎ বাতিল হয়ে যাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। ডিসেম্বর মাসে যেসব সাক্ষাৎকার হওয়ার কথা ছিল, সেগুলি কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এর ফলে কর্মসূত্রে আমেরিকায় থাকা বা সেখানে ফেরার পরিকল্পনায় থাকা ভারতীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারত সরকার।
শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এইচ-১বি ভিসা সংক্রান্ত সমস্যা নিয়ে ওয়াশিংটনসহ সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের কাছে ভারতের উদ্বেগ জানানো হয়েছে। যদিও ভিসা দেওয়া প্রতিটি দেশের নিজস্ব সার্বভৌম সিদ্ধান্ত, তবু ভারতীয় নাগরিকদের অসুবিধা কমাতে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি।
১৫ ডিসেম্বরের পর বহু আবেদনকারীর সাক্ষাৎকার বাতিল হয়েছে। কারও নতুন তারিখ দুই-তিন মাস পরে, কারও আবার মে মাস পর্যন্ত পিছিয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতির প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে বহু ভারতীয়ের আমেরিকায় কাজ ও ফিরে যাওয়ার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার

ট্যাগ :
সর্বধিক পাঠিত

নববর্ষের আগে ‘অপারেশন আঘাত’, দিল্লি জুড়ে তল্লাশি ও ধরপাকড়ে গ্রেপ্তার শতাধিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এইচ-১বি ভিসার অ্যাপয়েন্টমেন্ট বাতিল, উদ্বিগ্ন ভারত; ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা বিদেশ মন্ত্রকের

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার

 

বছরের শেষে বহু ভারতীয় নাগরিকের এইচ-১বি ভিসার সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট হঠাৎ বাতিল হয়ে যাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। ডিসেম্বর মাসে যেসব সাক্ষাৎকার হওয়ার কথা ছিল, সেগুলি কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এর ফলে কর্মসূত্রে আমেরিকায় থাকা বা সেখানে ফেরার পরিকল্পনায় থাকা ভারতীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারত সরকার।
শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এইচ-১বি ভিসা সংক্রান্ত সমস্যা নিয়ে ওয়াশিংটনসহ সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের কাছে ভারতের উদ্বেগ জানানো হয়েছে। যদিও ভিসা দেওয়া প্রতিটি দেশের নিজস্ব সার্বভৌম সিদ্ধান্ত, তবু ভারতীয় নাগরিকদের অসুবিধা কমাতে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি।
১৫ ডিসেম্বরের পর বহু আবেদনকারীর সাক্ষাৎকার বাতিল হয়েছে। কারও নতুন তারিখ দুই-তিন মাস পরে, কারও আবার মে মাস পর্যন্ত পিছিয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতির প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে বহু ভারতীয়ের আমেরিকায় কাজ ও ফিরে যাওয়ার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার