পুবের কলম, ওয়েবডেস্ক: নববর্ষকে সামনে রেখে রাজধানীর নিরাপত্তা জোরদার করল দিল্লি পুলিশ। বড়দিনের উৎসবের রেশ কাটতে না কাটতেই অপরাধ দমনে শুরু হয়েছে বিশেষ অভিযান ‘অপারেশন আঘাত ৩.০’। রাজধানীজুড়ে চলছে ব্যাপক তল্লাশি ও নাকা চেকিং। পুলিশের এই অভিযানে এখনও পর্যন্ত শতাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্রশস্ত্র।
দিল্লি পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, আবগারি আইন ও এনডিপিএস আইনে মোট ২৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নববর্ষের জমায়েত ঘিরে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৫০৪ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি আগেও অপরাধে যুক্ত থাকার অভিযোগে ১১৬ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।
অভিযান চলাকালীন পুলিশ ২১টি দেশি পিস্তল, ২০টি তাজা কার্তুজ ও ২৭টি ছুরি বাজেয়াপ্ত করেছে। এ ছাড়াও চুরি ও ছিনতাই হওয়া ৩১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তল্লাশিতে ২৩১টি বাইক ও একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এই অভিযান নববর্ষ জুড়েই চলবে।






























