পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন উন্নাও নির্যাতিতার মা। কুলদীপ সিং সেঙ্গারের জামিনের প্রতিবাদে শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, অসহনীয় যন্ত্রণা সহ্য করেছে আমার মেয়ে। তারপর হাই কোর্টের এই নির্দেশ আমাদের ভরসা, বিশ্বাস তছনছ করে দিয়েছে।”
উন্নাও কাণ্ডের মূল অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গারকে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। তারপরই দেশজুড়ে হইচই পড়ে গিয়েছে। মূল অভিযুক্তের জামিন মেলায় দিল্লি হাইকোর্টের সামনে ক্ষোভে ফেটে পড়লেন একদল বিক্ষোভকারী। শুক্রবার হাইকোর্টের বাইরে বিক্ষোভ দেখায় তারা। এদিন বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ করার পাশাপাশি ‘ধর্ষকদের রক্ষা করা বন্ধ করুন’ বলে স্লোগান দিতে থাকেন। জানা গিয়েছে, নির্যাতিতার মায়ের সঙ্গে এদিন বিক্ষোভে অংশ নিয়েছিলেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশনের মহিলা সদস্য যোগিতা ভায়ানা। এক সংবাদসংস্থাকে নির্যাতিতার মা বলেন, জামিন মঞ্জুরের রায় শুনে তাঁর মেয়ে প্রচণ্ড ভেঙে পড়েছেন। মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে তিনি হাইকোর্টে প্রতিবাদ করতে এসেছেন। নির্যাতিতার মায়ের কথায়, “আমি পুরো হাইকোর্টকে দোষারোপ করছি না, শুধু দুই বিচারপতিকে দোষারোপ করছি, যাঁদের এই সিদ্ধান্ত আমাদের আস্থা ভেঙে দিয়েছে। এর আগে বিচারপতিরা আমাদের ন্যায়বিচার দিয়েছিলেন, কিন্তু এখন অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছে।” প্রসঙ্গত, ২০১৭ সালের ৪ জুনে গণ-ধর্ষিতা হন উন্নাওয়ের কিশোরী। মূল অভিযুক্ত ছিলেন তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিল্লি হাইকোর্টে জামিন পেয়েছেন উন্নাও ধর্ষণের মূল অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদ ও হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ ১৫ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তাঁর জামিন মঞ্জুর করেছে। প্রাক্তন পদ্ম নেতার জামিন মঞ্জুর করে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। এদিন হাইকোর্টের সামনে দাড়িয়ে নির্যাতিতার মায়ের সাফ বক্তব্য, “এটা আমাদের পরিবারের প্রতি অন্যায়। আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবো, কারণ শীর্ষ আদালতের প্রতি আমার আস্থা রয়েছে।”






























