২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে ভয়াবহ রেল দুর্ঘটনা, সেতুর মুখে লাইনচ্যুত সিমেন্টবোঝাই মালগাড়ি, ছিটকে পড়ল ১৯টি বগি

 

বিহারের সিমুলতলা স্টেশনের কাছে গভীর রাতে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। হাওড়া–পাটনা–দিল্লি মেইন লাইনে সেতু থেকে নামার মুখে লাইনচ্যুত হয়ে পড়ে সিমেন্টবোঝাই একটি মালগাড়ি। বিকট শব্দে দুর্ঘটনাস্থল কেঁপে ওঠে এবং একের পর এক করে ১৯টি বগি লাইনচ্যুত হয়ে সেতুর নীচে ছিটকে পড়ে। সৌভাগ্যবশত এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালগাড়িটি আসানসোল থেকে বিহারের সীতামারহির দিকে যাচ্ছিল। সিমুলতলা স্টেশনে ঢোকার ঠিক আগে বাড়ুয়া নদীর সেতুর উপরেই দুর্ঘটনাটি ঘটে। ইঞ্জিনটি প্রায় ৪০০ মিটার এগিয়ে তেলওয়া বাজার হল্টের কাছে গিয়ে থেমে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান চালক ও গার্ড।
দুর্ঘটনার ফলে চারদিক সিমেন্টের গুঁড়োয় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বাসিন্দা ও রেল পুলিশ। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এই দুর্ঘটনার জেরে আপ ও ডাউন—দু’টি ট্র্যাকেই ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত প্রায় দুই ডজন এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল বা বিলম্বিত হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

গৃহযুদ্ধের মাঝেই আজ মায়ানমারে জাতীয় নির্বাচন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে ভয়াবহ রেল দুর্ঘটনা, সেতুর মুখে লাইনচ্যুত সিমেন্টবোঝাই মালগাড়ি, ছিটকে পড়ল ১৯টি বগি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার

 

বিহারের সিমুলতলা স্টেশনের কাছে গভীর রাতে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। হাওড়া–পাটনা–দিল্লি মেইন লাইনে সেতু থেকে নামার মুখে লাইনচ্যুত হয়ে পড়ে সিমেন্টবোঝাই একটি মালগাড়ি। বিকট শব্দে দুর্ঘটনাস্থল কেঁপে ওঠে এবং একের পর এক করে ১৯টি বগি লাইনচ্যুত হয়ে সেতুর নীচে ছিটকে পড়ে। সৌভাগ্যবশত এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালগাড়িটি আসানসোল থেকে বিহারের সীতামারহির দিকে যাচ্ছিল। সিমুলতলা স্টেশনে ঢোকার ঠিক আগে বাড়ুয়া নদীর সেতুর উপরেই দুর্ঘটনাটি ঘটে। ইঞ্জিনটি প্রায় ৪০০ মিটার এগিয়ে তেলওয়া বাজার হল্টের কাছে গিয়ে থেমে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান চালক ও গার্ড।
দুর্ঘটনার ফলে চারদিক সিমেন্টের গুঁড়োয় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বাসিন্দা ও রেল পুলিশ। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এই দুর্ঘটনার জেরে আপ ও ডাউন—দু’টি ট্র্যাকেই ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত প্রায় দুই ডজন এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল বা বিলম্বিত হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।