পুবের কলম, ওয়েবডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঢাকায় খালেদা জিয়ার মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসার পর এক লিখিত শোকবার্তায় তিনি সাবেক এই প্রধানমন্ত্রীকে স্মরণ করেন। অতীতের রাজনৈতিক বৈরিতা ও তিক্ততার ঊর্ধ্বে উঠে শেখ হাসিনা তাঁর শোকবার্তায় খালেদা জিয়াকে ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম পথিকৃৎ’ হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, “বিএনপি চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।” শেখ হাসিনা আরও বলেন, খালেদা জিয়ার প্রয়াণ শুধু বাংলাদেশের রাজনীতির জন্যই নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের ক্ষেত্রেও এক অপূরণীয় ক্ষতি। জাতির প্রতি তাঁর অবদান ভোলার নয় বলেও উল্লেখ করেন তিনি। শোকবার্তায় তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি খালেদা জিয়ার পরিবার ও বিএনপি নেতাকর্মীদের প্রতিও সমবেদনা জানান শেখ হাসিনা। তিনি বলেন, “আমি তাঁর পুত্র তারেক রহমান ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। বৃহত্তর বিএনপি পরিবারের প্রতিও আমার সহমর্মিতা রইল।” সর্বশক্তিমান আল্লাহ যেন এই শোক সামলানোর জন্য তাঁদের ধৈর্য, শক্তি ও সান্ত্বনা দান করেন—এই প্রার্থনাও করেন তিনি।
৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সর্বধিক পাঠিত






























