পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি লেখেন, ‘দেশ এক মহান অভিভাবককে হারাল। আমি অত্যন্ত ব্যথিত। খালেদা জিয়া শুধু একজন রাজনীতিকই ছিলেন না, তিনি বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়ও। তাঁর অবদান, তাঁর দীর্ঘ দিনের লড়াই, তাঁর প্রতি দেশের মানুষের আবেগকে সম্মান জানিয়ে এই সরকার তাঁকে এ মাসেই রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে।’
উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রয়াত হন। এদিন সকাল ৬টা নাগাদ তিনি মৃত্যুবরণ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার সকাল সোয়া ৭টায় গণমাধ্যমকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে জানিয়েছেন, “আম্মা আর নেই।”






























