পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ট্রেন দুর্ঘটনা। এ বার দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল উত্তরাখণ্ডের চামোলিতে। দুটি ট্রেনের সংঘর্ষে আহত অন্তত ৬০ জন। মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলার বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের পিপলকোটি টানেলের ভেতর এই দুর্ঘটনাটি ঘটে।
রেলসূত্রে খবর, কর্মীদের শিফট পরিবর্তনের সময় একটি লোকো ট্রেনের সঙ্গে আরেকটি লোকো ট্রেনের সংঘর্ষ হয়। যার জেরে আহত হন ৬০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। জানা গিয়েছে, বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসেবেই করা হয়েছে ওই টানেল। এই কাজের জন্য একটি ট্রেনে করে যাচ্ছিলেন আধিকারিক এবং শ্রমিকরা। আর, সেখানের কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল পণ্যবাহী ট্রেনটিতে। ওই প্রকল্পের নির্মাণ কাজের জন্য কর্মী এবং মালপত্র নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা টানেলটিকে।
দুর্ঘটনার জেরে জসিডি-ঝাঝা রুটে আপ ও ডাউন লাইনে দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন আরপিএফ, রেল পুলিশ-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় দুর্ঘটনাগ্রস্ত কামরা সরানোর পাশাপাশি লাইন পরিষ্কারের কাজ।
চামোলির জেলাশাসক গৌরব কুমার জানিয়েছেন, দুর্ঘটনায় সময় ১টি ট্রেনে ১০৯ জন ছিলেন। তাঁদের মধ্যে ৬০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতের দিকে এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে খবর। দুর্ঘটনার কবলে পড়া সকলকেই উদ্ধার করা হয়েছে দ্রুততার সঙ্গে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। তাদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।




























