পুবের কলম, ওয়েবডেস্ক: ১৯ বছরের কলেজ ছাত্রীকে র্যাগিং, যৌন হেনস্থা, মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক প্রফেসর এবং আরও তিন ছাত্রীর বিরুদ্ধে। দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছরিয়েছে হিমাচল প্রদেশে। অভিযোগ, মানসিক চাপ ও নির্যাতনের জেরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। আর মৃত্যুর আগে মোবাইলে রেকর্ড করা একটি ভিডিও সামনে আসার পরই তদন্তের মোড় ঘুরে যায়। তখনই তাঁকে বলতে শোনা যায়, অধ্যাপক কীভাবে তাঁকে অশালীন স্পর্শ করেছেন। সেই সঙ্গেই অন্যভাবে মানসিক ও যৌন নিপীড়নেরও অভিযোগ করেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে হিমাচল প্রদেশের ধর্মশালায়।
ঘটনা ১৮ সেপ্টেম্বরের। সেই সময় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৬ ডিসেম্বর মৃত্যু হয়েছে তাঁর। মেয়েটির বাবা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এমনকী মুখ্যমন্ত্রীর হেল্পলাইনেও তিনি অভিযোগ করেছেন। কিন্তু প্রাথমিক ভাবে কোনও সাড়া মেলেনি। তবে পরে পুলিশ অভিযোগ দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় তিন ছাত্রী এবং কলেজ অধ্যাপকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ৭৫, ১১৫(২) ও ৩(৫) ধারায় এবং হিমাচল প্রদেশ শিক্ষাপ্রতিষ্ঠান (র্যাগিং নিষিদ্ধকরণ) আইন, ২০০৯-এর ৩ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
এদিকে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি থেকে দূরত্ব বাড়িয়েছে বলে অভিযোগ। কলেজের অধ্যক্ষের দাবি, ওই তরুণী কোনও অভিযোগই জানাননি। জেলা পুলিশ সুপার অশোক রতন অবশ্য জানান, ‘আগে শুধু র্যাগিংয়ের অভিযোগ এসেছিল, কিন্তু ভিডিওটি সামনে আসার পর অধ্যাপকের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।’ ছাত্রীর চিকিৎসার সঙ্গে যুক্ত সমস্ত হাসপাতালেও তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীটি ধর্মশালার সরকারি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন।





























