পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভের দফতরে বৃহস্পতিবার সকালে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একই সঙ্গে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাসভবনেও তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লাপাচার সংক্রান্ত একটি পুরনো মামলার সূত্র ধরেই এই অভিযান। দিল্লি থেকে বিশেষ তদন্তকারী দল কলকাতায় এসে এই তল্লাশি চালাচ্ছে বলে খবর।
আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে ইডির হানার খবরে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। জরুরি ভিত্তিতে সাংবাদিক বৈঠক ডেকেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অন্যদিকে শাসক শিবির ও রাজ্য প্রশাসনের অন্দরেও শুরু হয়েছে জোর জল্পনা।



































