পুবের কলম, ওয়েবডেস্ক: গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ ও সামরিক হস্তক্ষেপের ইঙ্গিতের প্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি দিল ডেনমার্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সাফ জানিয়েছে, গ্রিনল্যান্ডে কোনো বিদেশি বাহিনী অনুপ্রবেশ করলে ডেনিশ সেনারা ‘আগে গুলি চালাবে, পরে প্রশ্ন করবে’। এই নীতি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও প্রযোজ্য বলে স্পষ্ট করেছে কোপেনহেগেন।
ডেনমার্কের দাবি, ১৯৫২ সাল থেকে কার্যকর সেনাবাহিনীর ‘রুল অব এনগেজমেন্ট’ অনুযায়ী, আক্রমণের সময় সেনাদের উচ্চপর্যায়ের অনুমতির অপেক্ষা না করে সরাসরি প্রতিরোধের নির্দেশ রয়েছে, যা এখনো বহাল। এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখলের আগ্রহ প্রকাশ করেছেন এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন।
যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছেন, ডেনমার্ক বারবার জানিয়ে দিয়েছে—গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ইউরোপীয় নেতারাও যুক্তরাষ্ট্রকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ভৌগোলিক অখণ্ডতা সম্মান করার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই ইস্যু ন্যাটো জোট ও ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় পরীক্ষায় পরিণত হতে পারে।


































