পুবের কলম, ওয়েবডেস্ক: ইডি বনাম তৃণমূল মামলার শুনানিকে ঘিরে কলকাতা হাই কোর্টে সৃষ্টি হল নজিরবিহীন বিশৃঙ্খলা। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলার শুনানি চলাকালীন তুমুল হট্টগোল শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত নিজের চেয়ার ছেড়ে উঠে এজলাস ত্যাগ করতে বাধ্য হন বিচারপতি শুভ্রা ঘোষ। আদালতের অন্দরে বিশৃঙ্খলার জেরে স্বাভাবিকভাবে শুনানি চালানো সম্ভব হয়নি। ফলে মামলার শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নেন বিচারপতি। জানানো হয়েছে, আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত মামলাটি মুলতুবি থাকবে। ওই দিনই ইডি এবং তৃণমূল—দু’পক্ষের মামলার শুনানি একসঙ্গে করা হবে।
১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
হাই কোর্টে ইডি বনাম দিদি, এজলাসে নজিরবিহীন বিশৃঙ্খলা; শুনানি পিছল
-
কিবরিয়া আনসারি - আপডেট : ৯ জানুয়ারী ২০২৬, শুক্রবার
- 71
সর্বধিক পাঠিত



































