পুবের কলম, ওয়েবডেস্ক: সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর অভিযোগে মায়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি শুরু হচ্ছে আজ সোমবার। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের শীর্ষ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এ এই ঐতিহাসিক বিচারপ্রক্রিয়া শুরু হচ্ছে। ২০১৯ সালে মুসলিম–অধ্যুষিত পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মায়ানমারের বিরুদ্ধে এই মামলা দায়ের করে। অভিযোগ, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের সময় হত্যা, দলবদ্ধ ধর্ষণ ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালানো হয়। ওই অভিযানে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হন।
জাতিসংঘের একটি তদন্ত প্রতিবেদনে ওই অভিযানে ‘জাতিগত নিধনের মতো কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে মায়ানমার কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে একে সন্ত্রাসবিরোধী অভিযান বলে দাবি করেছে।
তিন সপ্তাহ ধরে চলবে এই শুনানি। আন্তর্জাতিক মহলের মতে, মামলার রায় ভবিষ্যতে অন্যান্য জাতিগত নিধন সংক্রান্ত মামলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নজির স্থাপন করতে পারে।



































