পুবের কলম, ১৩ জানুয়ারি :
বিশিষ্ট চিন্তাবিদ,পরামর্শদাতা এবং শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও প্রান্তিক জনগোষ্ঠীর এক অক্লান্ত কর্মী ডঃ মুহাম্মদ মনজুর আলম (১৯৪৫–২০২৬) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
ডঃ মুহাম্মদ মনজুর আলম ১৩ জানুয়ারি সকালে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ডঃ আলম ছিলেন একজন দূরদর্শী পণ্ডিত, বিশ্বজনীন চিন্তাবিদ,পরামর্শদাতা এবং শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য একজন অক্লান্ত কর্মী। ভারত এবং আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষাগত, সামাজিক ও ধর্মীয় পরিমণ্ডলে তাঁর এই ক্ষতি গভীরভাবে অনুভূত হচ্ছে।ডঃ মুহাম্মদ মনজুর আলম ১৯৪৫ সালের ৯ অক্টোবর ভারতের বিহারে মরহুম এম. আব্দুল জলিলের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, যেখানে তিনি ইসলামিক সামাজিক বিজ্ঞান, অর্থনৈতিক সংস্কার এবং সামাজিক রূপান্তরের জন্য জ্ঞানের বিকাশে গভীর আগ্রহ প্রকাশ করেন। ডঃ আলমের বর্ণাঢ্য কর্মজীবন একাধিক দেশ ও প্রতিষ্ঠানে বিস্তৃত ছিল। তিনি
সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা
রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক অর্থনীতির সহযোগী অধ্যাপক
মদিনার কিং ফাহদ প্রিন্টিং কমপ্লেক্সে কুরআন অনুবাদের প্রধান সমন্বয়কারী
মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রধান প্রতিনিধি
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) বৃত্তি কর্মসূচির সক্রিয় সদস্য
এছাড়াও তিনি অসংখ্য প্রতিষ্ঠানে নেতৃত্ব ও উপদেষ্টা পদে অধিষ্ঠিত ছিলে। তার মধ্যে আছে , ইনস্টিটিউট অফ অবজেক্টিভ স্টাডিজ (প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান), অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল (সাধারণ সম্পাদক), মুসলিম সোশ্যাল সায়েন্সেস অ্যাসোসিয়েশন (সভাপতি), ফিকহ একাডেমি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ মুসলিম সোশ্যাল সায়েন্টিস্টস, ইন্দো-আরব ইকোনমিক কো-অপারেশন ফোরাম এবং একাধিক আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড।
তার মৃত্যুতে দেশে -বিদেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



























