২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাটে ঘুসি মেরে হাত ভেঙে,ফাইনালে মাঠের বাইরে কিউয়ি কনওয়ে

পুবের কলম ওয়েবডেস্ক: রবিবার  টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি  হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তবে হাতে চোটের ফলে ওই ফাইনাল তো বটেই আসন্ন ভারত সফরেও  খেলতে পারবেন না নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডেভন কনওয়ে  

বিশ্বকাপের সেমিফাইনালে গত বৃহস্পতিবার নিউজিল্যান্ড খেলতে নেমেছিল ইংল্যান্ডর বিরুদ্ধে। এই  ম্যাচে কিউয়ি ব্যাটসম্যান কনওয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে ৩৮ বলে ৪৬ রানের দুরন্ত ইনিংস  খেললেন। ম্যাচে লিভিংস্টোনের বলে জস বাটলারের হাতে নিজের স্টাম্প আউট হওয়াটা মানতে পারেননি  কনওয়ে। আউট হওয়ার হতাশায় তিনি ব্যাটে সজোরে ঘুষি মারেন। আর সেটা এত জোরে ছিল যে – হাতে গুরুতর  চোট পান তিনি। ফলে  বিশ্বকাপের ফাইনাল  তো বটেই আসন্ন ভারত সফরেও তিনি খেলতে পারবেন না।

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

এই প্রসঙ্গে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন– ‘কনওয়ে একদম ভেঙে পড়েছে। এই মুহূর্তে ওর চেয়ে হতাশ আর  কেউ নেই। আমরা জানি– দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য কনওয়ে সবসময় মুখিয়ে  থাকে। আমরা ওর সঙ্গে আছি। আউট হয়ে যাওয়ার  পরে অসেচতন  এক প্রতিক্রিয়ায় ওই কান্ড ঘটিয়েছে। যেটা মোটেই ঠিক কাজ নয়। এই চোট দুর্ভাগ্যজনক। ফাইনাল ম্যাচে  ও মাঠের বাইরে থেকেই দলকে সমর্থন জানাবে। ’

আরও পড়ুন: টি-২০-তে দ্রুততম ১৫০, এক ইনিংসে সর্বোচ্চ ১৯ ছক্কা ফিন অ্যালেনের

আরও পড়ুন: সেমি ফাইনালে আফ্রিদিকে নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া
ট্যাগ :
সর্বধিক পাঠিত

ওডিশায় পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে মুর্শিদাবাদ; সরব তৃণমূল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্যাটে ঘুসি মেরে হাত ভেঙে,ফাইনালে মাঠের বাইরে কিউয়ি কনওয়ে

আপডেট : ১২ নভেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: রবিবার  টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি  হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তবে হাতে চোটের ফলে ওই ফাইনাল তো বটেই আসন্ন ভারত সফরেও  খেলতে পারবেন না নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডেভন কনওয়ে  

বিশ্বকাপের সেমিফাইনালে গত বৃহস্পতিবার নিউজিল্যান্ড খেলতে নেমেছিল ইংল্যান্ডর বিরুদ্ধে। এই  ম্যাচে কিউয়ি ব্যাটসম্যান কনওয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে ৩৮ বলে ৪৬ রানের দুরন্ত ইনিংস  খেললেন। ম্যাচে লিভিংস্টোনের বলে জস বাটলারের হাতে নিজের স্টাম্প আউট হওয়াটা মানতে পারেননি  কনওয়ে। আউট হওয়ার হতাশায় তিনি ব্যাটে সজোরে ঘুষি মারেন। আর সেটা এত জোরে ছিল যে – হাতে গুরুতর  চোট পান তিনি। ফলে  বিশ্বকাপের ফাইনাল  তো বটেই আসন্ন ভারত সফরেও তিনি খেলতে পারবেন না।

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

এই প্রসঙ্গে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন– ‘কনওয়ে একদম ভেঙে পড়েছে। এই মুহূর্তে ওর চেয়ে হতাশ আর  কেউ নেই। আমরা জানি– দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য কনওয়ে সবসময় মুখিয়ে  থাকে। আমরা ওর সঙ্গে আছি। আউট হয়ে যাওয়ার  পরে অসেচতন  এক প্রতিক্রিয়ায় ওই কান্ড ঘটিয়েছে। যেটা মোটেই ঠিক কাজ নয়। এই চোট দুর্ভাগ্যজনক। ফাইনাল ম্যাচে  ও মাঠের বাইরে থেকেই দলকে সমর্থন জানাবে। ’

আরও পড়ুন: টি-২০-তে দ্রুততম ১৫০, এক ইনিংসে সর্বোচ্চ ১৯ ছক্কা ফিন অ্যালেনের

আরও পড়ুন: সেমি ফাইনালে আফ্রিদিকে নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া