২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যমজ বাচ্চাদের দেখভাল, মিলবে ৯ লক্ষ টাকা! দেবেন নাকি ইন্টারভিউ?

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ নভেম্বর ২০২১, শনিবার
  • / 98

পুবের কলম ওয়েবডেস্কঃ মাত্র দু’সপ্তাহের জন্য করতে হবে যমজ বাচ্চাদের দেখভাল। তার জন্য পারিশ্রমিক মিলবে ৯ লক্ষ টাকা। না মোটেও আজগুবি নয়। এমনই একটা বিজ্ঞাপন দিয়েছেন ব্রিটেনের এক দম্পতি।

চলতি বছরে ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত লন্ডনের ওই সম্ভ্রান্ত দম্পতি ছুটি কাটাবেন এডিনবরার একটি দুর্গে। কিন্তু তাহলে তাদের যমজ সন্তানদের কে দেখবে? তাই দু সপ্তাহের জন্য চাই বেবি সিটার। প্রতি সপ্তাহে তাকে দেওয়া হবে ৯ হাজার পাউন্ড। এই দুই সপ্তাহে ওই বেবি সিটার পাবেন ভারতীয় মুূ্দ্রায় ৯ লক্ষ টাকা।

আরও পড়ুন: ধ্বংসস্তূপ থেকে ৪০ ঘণ্টা পর যমজ সন্তানসহ যেভাবে উদ্ধার হল দম্পতি

শর্ত সন্তানদের যত্নে কোন ত্রুটি না হয়, নামধাম গোপন রাখতে হবে, এবং অবশ্যই দাখিল করতে হবে করোনা টিকা নেওয়ার দুটি ডোজের শংসাপত্র।

আরও পড়ুন: ৩০ বছরের হিমায়িত ভ্রূণ থেকে জন্ম যমজ শিশুর!

কি ভাবছেন আবেদন করবেন? পারিশ্রমিক কিন্তু নেহাত মন্দ নয়।

আরও পড়ুন: লাল সিং চাড্ডার জন্য কোনও পারিশ্রমিক নিচ্ছেন না আমির খান , কারণ জানলে চমকে যাবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যমজ বাচ্চাদের দেখভাল, মিলবে ৯ লক্ষ টাকা! দেবেন নাকি ইন্টারভিউ?

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মাত্র দু’সপ্তাহের জন্য করতে হবে যমজ বাচ্চাদের দেখভাল। তার জন্য পারিশ্রমিক মিলবে ৯ লক্ষ টাকা। না মোটেও আজগুবি নয়। এমনই একটা বিজ্ঞাপন দিয়েছেন ব্রিটেনের এক দম্পতি।

চলতি বছরে ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত লন্ডনের ওই সম্ভ্রান্ত দম্পতি ছুটি কাটাবেন এডিনবরার একটি দুর্গে। কিন্তু তাহলে তাদের যমজ সন্তানদের কে দেখবে? তাই দু সপ্তাহের জন্য চাই বেবি সিটার। প্রতি সপ্তাহে তাকে দেওয়া হবে ৯ হাজার পাউন্ড। এই দুই সপ্তাহে ওই বেবি সিটার পাবেন ভারতীয় মুূ্দ্রায় ৯ লক্ষ টাকা।

আরও পড়ুন: ধ্বংসস্তূপ থেকে ৪০ ঘণ্টা পর যমজ সন্তানসহ যেভাবে উদ্ধার হল দম্পতি

শর্ত সন্তানদের যত্নে কোন ত্রুটি না হয়, নামধাম গোপন রাখতে হবে, এবং অবশ্যই দাখিল করতে হবে করোনা টিকা নেওয়ার দুটি ডোজের শংসাপত্র।

আরও পড়ুন: ৩০ বছরের হিমায়িত ভ্রূণ থেকে জন্ম যমজ শিশুর!

কি ভাবছেন আবেদন করবেন? পারিশ্রমিক কিন্তু নেহাত মন্দ নয়।

আরও পড়ুন: লাল সিং চাড্ডার জন্য কোনও পারিশ্রমিক নিচ্ছেন না আমির খান , কারণ জানলে চমকে যাবেন