০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম বিদ্বেষী মন্তব্যের জেরে অ্যাশেজ থেকে সরানো হল ভনকে

পুবের কলম
  • আপডেট : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 31

পুবের কলম ওয়েবডেস্কঃ অ্যাশেজ বিশ্লেষণের দায়িত্বে ছিল ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। তবে বর্ণবিদ্বেষের পাশাপাশি মুসলিম বিদ্বেষী মন্তব্য করার কারণে ভনকে অ্যাশেজের ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়া হল। ইয়র্কশায়ার ক্রিকেটে মুসলিম ক্রিকেটারদের উদ্দেশ্যে যে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছিল, সেখানে ভনের নাম ছিল।

ক’দিন আগে ইয়র্কশায়ারের প্রাক্তন ক্রিকেটার আজিম রফিক ব্রিটিশ সংসদে সাক্ষ্য দিয়ে ভনের বিরুদ্ধে অভিযোগ করেন।এর পরেই ভনের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের সংবাদ মাধ্যম।

আরও পড়ুন: খড়গপুর আইআইটিতে আগুন, পুড়ে ছাই কমন রুম

আজিম রফিকের অভিযোগ, ভন তাকে উদ্দেশ্য করে একটি রেডিও চ্যানেলের অনুষ্ঠানে বলেছিলেন, ‘দলে খুব বেশি তোমাদের মতো লোক হয়ে যাচ্ছে, এটা নিয়ে কিছু একটা করতে হবে।’ যদিও সেই ঘটনার কথা অস্বীকার করেন ভন।

আরও পড়ুন: পুড়ে ছাই ফিলিপাইনের ঐতিহাসিক পোস্ট অফিস

আর একজন ইংরেজ ক্রিকেটার অ্যালেক্স হেলস অবশ্য নিজের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে নেন। এ ব্যাপারে বিসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ক্রিকেটের এমন কিছু ঘটনার সঙ্গে ভনের নাম জড়িয়ে গিয়েছে যে এই মুহূর্তে তাঁকে অ্যাশেজের সঙ্গে যুক্ত করা ঠিক হবে না।’

আরও পড়ুন: সিউড়িতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তিনটি বাড়ি, জখম ১

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুসলিম বিদ্বেষী মন্তব্যের জেরে অ্যাশেজ থেকে সরানো হল ভনকে

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ অ্যাশেজ বিশ্লেষণের দায়িত্বে ছিল ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। তবে বর্ণবিদ্বেষের পাশাপাশি মুসলিম বিদ্বেষী মন্তব্য করার কারণে ভনকে অ্যাশেজের ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়া হল। ইয়র্কশায়ার ক্রিকেটে মুসলিম ক্রিকেটারদের উদ্দেশ্যে যে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছিল, সেখানে ভনের নাম ছিল।

ক’দিন আগে ইয়র্কশায়ারের প্রাক্তন ক্রিকেটার আজিম রফিক ব্রিটিশ সংসদে সাক্ষ্য দিয়ে ভনের বিরুদ্ধে অভিযোগ করেন।এর পরেই ভনের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের সংবাদ মাধ্যম।

আরও পড়ুন: খড়গপুর আইআইটিতে আগুন, পুড়ে ছাই কমন রুম

আজিম রফিকের অভিযোগ, ভন তাকে উদ্দেশ্য করে একটি রেডিও চ্যানেলের অনুষ্ঠানে বলেছিলেন, ‘দলে খুব বেশি তোমাদের মতো লোক হয়ে যাচ্ছে, এটা নিয়ে কিছু একটা করতে হবে।’ যদিও সেই ঘটনার কথা অস্বীকার করেন ভন।

আরও পড়ুন: পুড়ে ছাই ফিলিপাইনের ঐতিহাসিক পোস্ট অফিস

আর একজন ইংরেজ ক্রিকেটার অ্যালেক্স হেলস অবশ্য নিজের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে নেন। এ ব্যাপারে বিসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ক্রিকেটের এমন কিছু ঘটনার সঙ্গে ভনের নাম জড়িয়ে গিয়েছে যে এই মুহূর্তে তাঁকে অ্যাশেজের সঙ্গে যুক্ত করা ঠিক হবে না।’

আরও পড়ুন: সিউড়িতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তিনটি বাড়ি, জখম ১