ওমিক্রন আতঙ্ক, দঃ আফ্রিকা থেকে বেঙ্গালুরুতে আসা ৫ যাত্রীর খোঁজ নেই

- আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্কঃ আতঙ্ক বাড়িয়ে তুলছে ওমিক্রন। এর মধ্যেই আবার দক্ষিণ আফ্রিকা থেকে বেঙ্গালুরুতে আসা ৫ যাত্রী খোঁজ পাওয়া যায়নি। ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে মোট ২৩ জন দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন। তাদের মধ্যে ১৮ জনকে খুঁজে পাওয়া সম্ভব হলেও এখনও খোঁজ নেই ৫ জনের। এমনটাই জানিয়েছে বেঙ্গালুরু পুরসভা।
করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনকে প্রথম শনাক্ত করেন দক্ষিণ আফ্রিকায় এই নতুন সংস্করণের প্রথম শনাক্ত করেন চিকিৎসক অ্যাঞ্জেলিক কোয়েটজি। সর্বভারতীয় এক চ্যানেলকে সাক্ষাৎকারে তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকায় টিকা নেওয়া এবং না নেওয়া দুই ধরনের মানুষের শরীরেও ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে, তবে তার লক্ষণ অতি সামান্যই।
কর্ণাটকের পর আতঙ্ক ছড়িয়েছে দিল্লিতে। রাজধানীতে ওমিক্রন সন্দেহে হাসপাতালে ভর্তি ১২ জন।