গুগলে ক্লিক করলেই মিলছে পিজ্জা! কারণ জানলে চমকে যাবেন
- আপডেট : ৬ ডিসেম্বর ২০২১, সোমবার
- / 21
পুবের কলম ওয়েবডেস্কঃ আজ কিন্তু গুগলের ডুডলে ক্লিক করলেই পেয়ে যাবেন পিজ্জা। কি অবাক লাগছে শুনতে। আসলে ডুডলের বিষয় হল পিজ্জা।পিজ্জা আমরা সকলেই কমবেশি ভালো বাসি খেতে। এই খাবারটির মূল জন্মভূমি হল ইতালি। কিন্তু ২০০৭ সালে ইউনেস্কো পিজ্জাকে মানব সংস্কৃতির ইউনেস্কোর ওয়েবসাইট অনুসারে, নেপোলিটানের শিল্প, ‘পিজ্জাইউওলো’ একটি রন্ধনপ্রণালী যা ময়দা প্রস্তুত করা সহ চারটি পর্যায় নিয়ে গঠিত এবং এটি একটি কাঠের ওভেনে বেক করা হয় ।
২০০৭ সালে আজকের দিনে ইউনেসকো এই খাদ্যটিকে বিশ্বের আবহমান খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকার করে নিয়েছিল। এ বছরে সেই দিনটির স্মরণে গুগল এক কাণ্ড ঘটাল। তারা একটা ডুডল দিয়ে বিশ্বের এই পিৎজা-সংস্কৃতিকে সম্মান জানাল। আজ গুগলের ডুডলে ক্লিক করলেই খেলতে পারবেন পিজ্জা স্লাইডিং গেম।
গুগল থেকে আরও জানা যাচ্ছে পশ্চিম ইতালির নেপলস শহর পিজ্জার আঁতুড়ঘর বলে পরিচিত। ১৭০০ শতাব্দীর শেষের দিকে নেপলসের ঘরে ঘরে জনপ্রিয়তা পায় পিজ্জা। যা ক্রমে সমগ্র ইতালিতে ছড়িয়ে পড়ে।
গুগল এই অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখার জন্য একটি মজাদার খেলা তৈরি করেছে। ইন্টারেক্টিভ গুগল ডুডলে একটি পিজ্জা রয়েছে যা এটিকে স্লাইসে কাটতে হবে। এবং এটাই হবে আপনার দক্ষতা পরীক্ষা। বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় পিজ্জা টপিংগুলির মধ্যে কয়েকটি এই ধাঁধায় প্রদর্শিত করা হয়েছে।
খেলার লক্ষ্য হল অর্ডার করা পিজ্জার ধরণ অনুযায়ী পিজ্জার টুকরো কাটা। পিজ্জা কাটার সময়, এটি সঠিক পদ্ধতিতে কাটার চেষ্টা করুন। যত বেশি পিজ্জা আপনি সঠিক ভাবে কাটতে পারবেন তত বেশি স্টার পাবেন আপনি এই ডুডল খেলায়। আপনি গুগলের লোগোতে ক্লিক করে এই খেলাটি খেলতে পারেন। তাহলে আর দেরি কেন গুগলের ডুডলে ক্লিক করে মজে যান পিজ্জা স্লাইডিং গেমে, সঙ্গে থাকুক অবশ্যই পছন্দের পিজ্জা