১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ মারিও রিবেরো
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ১ জানুয়ারী ২০২২, শনিবার
- / 29
পুবের কলম ওয়েবডেস্কঃ এস সি ইস্টবেঙ্গলের নতুন কোচ হলেন মারিও রিবেরো। ম্যানুয়াল দিয়াজ চলে যাবার পর লাল-হলুদের দায়িত্ব নিয়েছিল সহকারি রেনেডি সিং। মৃদুল বন্দ্যোপাধ্যায়ও দায়িত্ব দেখছিলেন। কিন্তু আইএসএলের এখনো অনেকটা পর্যায় বাকি। কোচহীন হয়ে তো আর একটা দল থাকতে পারে না। তাই প্রতিযোগিতার মাঝপথেই নতুন কোচ নিযুক্ত করা হল লাল হলুদ শিবিরে। প্রসঙ্গত আলেসান্দ্রো মেনেজেস গার্সিয়া কোচ থাকাকালীন তার সহকারি হিসেবে ছিলেন মারিও রিবেরো। আলেসান্দ্রো চলে যাবার পর রিবেরো কিছুদিন ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছিলেন। কোচিং করিয়ে ছিলেন। তাই ফের একবার তার উপর আস্থা রাখতে চলেছে লাল হলুদ শিবির।





























