১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

একান্ত পারিবারিক অনুষ্ঠানেই এনগেজমেন্ট রহমান কন্যার, জেনে নিন কে পাত্র

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 30

পুবের কলম ওয়েবডেস্ক: খানিকটা আটপৌরে ভাবেই  এনগেজমেন্ট সেরে ফেললেন এ আর রহমানের মেয়ে খতিজা রহমান। নিতান্ত পারিবারিক এক অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিল রহমান কন্যার  নতুন জীবনের এই শুরুয়াত।শীত পড়লেই শুরু হয়ে যায় বিয়ের মরসুম। প্রখ্যাত গায়ক তথা অস্কার জয়ী সুরকার এ আর রহমানের বাড়িতেও এবার তারই প্রতীক্ষা।

 

খতিজার হবু স্বামীর র নাম রিয়াজদিন শেখ মোহম্মদ, যিনি পেশায় একজন অডিও ইঞ্জিনিয়ার।  এনগেজমেন্টের অনুষ্ঠান থেকে নিজের একটি ছবি শেয়ার করেছেন খতিজা। গোলাপি এবং রুপোলি রঙের একটি শাড়িতে দেখা গেল খতিজাকে। মুখ ঢাকা পোশাকের সঙ্গে ম্যাচিং গোলাপি মাস্ক-এ। তবে এনগেজমেন্ট অনুষ্ঠানে  জীবনসঙ্গী হতে চলা রিয়াজের কোন ছবি খতিজা দেননি। তার বদলে দিয়েছেন রিয়াজের একটি সাদাকালো ছবি।

খতিজা জানিয়েছেন গত ২৯ ডিসেম্বর   রিয়াজের সঙ্গে তাঁর বাগদান হয়েছে। দুই পরিবারের আত্মীয় এবং ঘনিষ্ট বন্ধুরাই শুধু উপস্থিত ছিলেন এনগেজমেন্ট অনুষ্ঠানে। তবে খতিজার এই পোস্ট সোশ্যাল মিডিয়ার দেওয়ালে আসা মাত্র সাধারণ মানুষ থেকে বলিউডের সেলেবরা সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন খতিজাকে।

নিজের বোরখা পড়া নিয়ে গত ফেব্রুয়ারিতে লেখিকা তসলিমা নাসরিনকেও যোগ্য জবাব দেন খতিজা। তসলিমা বলেছিলেন খতিজা যে ভাবে বোরখা পড়েন, তা দেখে তাঁর দমবন্ধ হয়ে আসে।

এ আর রহমান এবং সায়রাবানুর কন্যা  বড় মেয়ে খতিজার বেড়ে ওঠা সুরের পরিমন্ডলেই। ১৯৯৬ সালের ২৮ জুলাই তাঁর জন্ম। লেখাপড়া শেষ করে প্রত্যাশিত ভাবেই গানকেই পেশা হিসেবে নেন। মাত্র ১৪ বছর বয়েসে পেশাদার শিল্পী হিসেবে তাঁর আত্মপ্রকাশ। ২০১০ সালে বাবা রহমানের সুরে রজনীকান্ত এবং ঐশ্বর্য রাইয়ের ছবি এন্থিরানের জন্য, এসপি বালসুব্রমনিয়মের সুরে গান গান খতিজা। যা সমালোচকদের প্রশংসাও পায়।

 

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একান্ত পারিবারিক অনুষ্ঠানেই এনগেজমেন্ট রহমান কন্যার, জেনে নিন কে পাত্র

আপডেট : ৩ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: খানিকটা আটপৌরে ভাবেই  এনগেজমেন্ট সেরে ফেললেন এ আর রহমানের মেয়ে খতিজা রহমান। নিতান্ত পারিবারিক এক অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিল রহমান কন্যার  নতুন জীবনের এই শুরুয়াত।শীত পড়লেই শুরু হয়ে যায় বিয়ের মরসুম। প্রখ্যাত গায়ক তথা অস্কার জয়ী সুরকার এ আর রহমানের বাড়িতেও এবার তারই প্রতীক্ষা।

 

খতিজার হবু স্বামীর র নাম রিয়াজদিন শেখ মোহম্মদ, যিনি পেশায় একজন অডিও ইঞ্জিনিয়ার।  এনগেজমেন্টের অনুষ্ঠান থেকে নিজের একটি ছবি শেয়ার করেছেন খতিজা। গোলাপি এবং রুপোলি রঙের একটি শাড়িতে দেখা গেল খতিজাকে। মুখ ঢাকা পোশাকের সঙ্গে ম্যাচিং গোলাপি মাস্ক-এ। তবে এনগেজমেন্ট অনুষ্ঠানে  জীবনসঙ্গী হতে চলা রিয়াজের কোন ছবি খতিজা দেননি। তার বদলে দিয়েছেন রিয়াজের একটি সাদাকালো ছবি।

খতিজা জানিয়েছেন গত ২৯ ডিসেম্বর   রিয়াজের সঙ্গে তাঁর বাগদান হয়েছে। দুই পরিবারের আত্মীয় এবং ঘনিষ্ট বন্ধুরাই শুধু উপস্থিত ছিলেন এনগেজমেন্ট অনুষ্ঠানে। তবে খতিজার এই পোস্ট সোশ্যাল মিডিয়ার দেওয়ালে আসা মাত্র সাধারণ মানুষ থেকে বলিউডের সেলেবরা সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন খতিজাকে।

নিজের বোরখা পড়া নিয়ে গত ফেব্রুয়ারিতে লেখিকা তসলিমা নাসরিনকেও যোগ্য জবাব দেন খতিজা। তসলিমা বলেছিলেন খতিজা যে ভাবে বোরখা পড়েন, তা দেখে তাঁর দমবন্ধ হয়ে আসে।

এ আর রহমান এবং সায়রাবানুর কন্যা  বড় মেয়ে খতিজার বেড়ে ওঠা সুরের পরিমন্ডলেই। ১৯৯৬ সালের ২৮ জুলাই তাঁর জন্ম। লেখাপড়া শেষ করে প্রত্যাশিত ভাবেই গানকেই পেশা হিসেবে নেন। মাত্র ১৪ বছর বয়েসে পেশাদার শিল্পী হিসেবে তাঁর আত্মপ্রকাশ। ২০১০ সালে বাবা রহমানের সুরে রজনীকান্ত এবং ঐশ্বর্য রাইয়ের ছবি এন্থিরানের জন্য, এসপি বালসুব্রমনিয়মের সুরে গান গান খতিজা। যা সমালোচকদের প্রশংসাও পায়।