০৭ জানুয়ারী ২০২৬, বুধবার, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ফের ফিরহাদ হাকিমের নেতৃত্বে শুরু টক টু মেয়র
-
রফিকুল হাসান
- আপডেট : ৮ জানুয়ারী ২০২২, শনিবার
- 130
এই টক টু মেয়র শুরু হওয়া নিয়ে শুক্রবার ট্যুইটারে পোস্ট করে পুরবাসীকে জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।শনিবার দুপুর ১টা থেকে ২ টা পর্যন্ত কলকাতা পুরবাসী ফোন করে তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন। শুক্রবারের ট্যুইটে ফিরহাদ হাকিম লেখেন, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে টক টু মেয়র ফের শুরু করছি আগামীকাল শনিবার থেকে। এই বিষয়ে আমি এবং কলকাতা কর্পোরেশনে আমার টিম আমাদের এই কলকাতা শহরকে আরও উন্নত করার জন্য আপনাদের নানাবিধ অভিযোগ শুনব। যার জন্য অধীর আগ্রহে আমি অপেক্ষা করছি।
সর্বধিক পাঠিত





































