১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রয়েছেন হোম আইসোলেশনে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 134

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত হলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কোভিড পজিটিভ বলে নিজেই ট্যুইট করে জানিয়েছেন রাজনাথ সিং। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন: জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলবেই: হুঙ্কার রাজনাথের

ট্যুইটে রাজনাথ সিং জানিয়েছেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। আমি বাড়িতে আইসোলেশনে আছি। আমার অনুরোধ এই কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছে তারা  সকলে পরীক্ষা করিয়ে নেবেন’।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি একটি ওয়েবমিনারে অংশগ্রহণ করেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে তিনি ঘোষণা করেন, যে মেয়েদের সশস্ত্র বাহিনীতে যোগদানের সুযোগ দেওয়ার জন্য দেশে ১০০টি নতুন সৈনিক স্কুল স্থাপন করা হবে। এই উদ্যোগ দেশকে আরও প্রগতির দিকে নিয়ে যাবে।  এদিকে দেশে করোনা বৃদ্ধির হার উর্দ্ধমুখী। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১৩.২৯ শতাংশ। গোটা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪০৩৩ পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত ১২১৬ জন। দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান ও তৃতীয় স্থানে দিল্লি। ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪০৩৩। মহারাষ্ট্রে ১২১৬, রাজস্থানে ৫২৯, দিল্লিতে ৫১৩ জন ওমিক্রনে আক্রান্ত। ওমিক্রন থেকে সেরে উঠেছে ১৫৫২।

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা আক্রান্ত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রয়েছেন হোম আইসোলেশনে

আপডেট : ১০ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত হলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কোভিড পজিটিভ বলে নিজেই ট্যুইট করে জানিয়েছেন রাজনাথ সিং। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন: জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলবেই: হুঙ্কার রাজনাথের

ট্যুইটে রাজনাথ সিং জানিয়েছেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। আমি বাড়িতে আইসোলেশনে আছি। আমার অনুরোধ এই কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছে তারা  সকলে পরীক্ষা করিয়ে নেবেন’।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি একটি ওয়েবমিনারে অংশগ্রহণ করেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে তিনি ঘোষণা করেন, যে মেয়েদের সশস্ত্র বাহিনীতে যোগদানের সুযোগ দেওয়ার জন্য দেশে ১০০টি নতুন সৈনিক স্কুল স্থাপন করা হবে। এই উদ্যোগ দেশকে আরও প্রগতির দিকে নিয়ে যাবে।  এদিকে দেশে করোনা বৃদ্ধির হার উর্দ্ধমুখী। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১৩.২৯ শতাংশ। গোটা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪০৩৩ পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত ১২১৬ জন। দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান ও তৃতীয় স্থানে দিল্লি। ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪০৩৩। মহারাষ্ট্রে ১২১৬, রাজস্থানে ৫২৯, দিল্লিতে ৫১৩ জন ওমিক্রনে আক্রান্ত। ওমিক্রন থেকে সেরে উঠেছে ১৫৫২।