০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গোয়ায় খ্রিস্টান মন্ত্রী ভোটের মুখে বিজেপি ছেড়ে কংগ্রেসমুখী

পানাজিঃ গোয়ায় বিধানসভা ভোটের মাসখানেক বাকি। সোমবার গোয়ার  মন্ত্রী মিশায়েল লোবো ইস্তফা দিলেন মন্ত্রিসভা এবং দল থেকে।তাঁকে নিয়ে পরপর ৩ জন খ্রিস্টান বিধায়ক বিজেপি থেকে সরে এলেন। এর আগে দুই খ্রিস্টান বিধায়ক আলিনা সালদানা এবং কালোর্স অ্যালমেইদা বিজেপি ছেড়ে দেন কিছুদিন আগে। লোবো এদিন সাংবাদিকদের কাছে বলেছেন, ‘বিজেপি আর সাধারণ মানুষের দল নয়। মনোহর পরিক্করকে দেখে আমরা বিজেপিতে এসেছিলাম। তাঁর মৃত্যুর পর দলে কোনও শৃঙ্খলা নেই’।লোবো কংগ্রেস থেকেই বিজেপিতে গিয়েছিলেন। তিনি ফের কংগ্রেসে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে তাঁকে কংগ্রেসে ফেরাতে দলের একশ্রেণির নেতার আপত্তির কথাও শোনা যাচ্ছে।এই অবস্থায় তিনি কী করবেন, সেটাই দেখার। তবে বিজেপি যে এবার গোয়া ভোটে ডুবন্ত নৌকা হয়ে উঠেছে তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। এখানকার খ্রিস্টান অধ্যুষিত কেন্দ্রগুলিতে এবার বিজেপির জেতার কোনও সম্ভাবনাই নেই।এমন ৬টি কেন্দ্র রয়েছে গোয়ায়। গত বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে গিয়েও বিধায়ক কিনে সরকার গড়েছিল।সেই সরকারও টিকিয়ে রাখায় সমস্যা হচ্ছিল। পরে মনোহর পরিক্করকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তুলে এনে এখানকার রাজপাট সামাল দেওয়ার চেষ্টা করেছিল। পরিক্করের মৃত্যুর সঙ্গে সঙ্গে গোয়ায় বিজেপির হাল খারাপ হয়ে গিয়েছে। তবে চণ্ডীগড় পুরসভায় ভোটে বিজেপি–বিরোধীরা অনেক বেশি আসন পেয়েও কেউ কাউকে সমর্থন না করে যেভাবে গোঁসা করে বসে রইল এবং হেরো বিজেপির হাতে পুরসভা তুলে দিল, তেমন করলে গোয়ায় ভোটের পরও বিজেপি হেরেও সরকার গড়ে ফেলবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার তেরো বছরের বালিকা, তদন্তে পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গোয়ায় খ্রিস্টান মন্ত্রী ভোটের মুখে বিজেপি ছেড়ে কংগ্রেসমুখী

আপডেট : ১১ জানুয়ারী ২০২২, মঙ্গলবার

পানাজিঃ গোয়ায় বিধানসভা ভোটের মাসখানেক বাকি। সোমবার গোয়ার  মন্ত্রী মিশায়েল লোবো ইস্তফা দিলেন মন্ত্রিসভা এবং দল থেকে।তাঁকে নিয়ে পরপর ৩ জন খ্রিস্টান বিধায়ক বিজেপি থেকে সরে এলেন। এর আগে দুই খ্রিস্টান বিধায়ক আলিনা সালদানা এবং কালোর্স অ্যালমেইদা বিজেপি ছেড়ে দেন কিছুদিন আগে। লোবো এদিন সাংবাদিকদের কাছে বলেছেন, ‘বিজেপি আর সাধারণ মানুষের দল নয়। মনোহর পরিক্করকে দেখে আমরা বিজেপিতে এসেছিলাম। তাঁর মৃত্যুর পর দলে কোনও শৃঙ্খলা নেই’।লোবো কংগ্রেস থেকেই বিজেপিতে গিয়েছিলেন। তিনি ফের কংগ্রেসে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে তাঁকে কংগ্রেসে ফেরাতে দলের একশ্রেণির নেতার আপত্তির কথাও শোনা যাচ্ছে।এই অবস্থায় তিনি কী করবেন, সেটাই দেখার। তবে বিজেপি যে এবার গোয়া ভোটে ডুবন্ত নৌকা হয়ে উঠেছে তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। এখানকার খ্রিস্টান অধ্যুষিত কেন্দ্রগুলিতে এবার বিজেপির জেতার কোনও সম্ভাবনাই নেই।এমন ৬টি কেন্দ্র রয়েছে গোয়ায়। গত বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে গিয়েও বিধায়ক কিনে সরকার গড়েছিল।সেই সরকারও টিকিয়ে রাখায় সমস্যা হচ্ছিল। পরে মনোহর পরিক্করকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তুলে এনে এখানকার রাজপাট সামাল দেওয়ার চেষ্টা করেছিল। পরিক্করের মৃত্যুর সঙ্গে সঙ্গে গোয়ায় বিজেপির হাল খারাপ হয়ে গিয়েছে। তবে চণ্ডীগড় পুরসভায় ভোটে বিজেপি–বিরোধীরা অনেক বেশি আসন পেয়েও কেউ কাউকে সমর্থন না করে যেভাবে গোঁসা করে বসে রইল এবং হেরো বিজেপির হাতে পুরসভা তুলে দিল, তেমন করলে গোয়ায় ভোটের পরও বিজেপি হেরেও সরকার গড়ে ফেলবে।