০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দূরপাল্লার ট্রেনে রাত ১০ টা’র পর থেকে মেনে চলতে হবে এই নিয়ম, কড়া বিধিনিষেধ আনছে ভারতীয় রেল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 52

পুবের কলম, ওয়েবডেস্কঃ এবার দূরপাল্লার ট্রেনযাত্রীদের শিষ্টাচার শেখাবে ট্রেন। রাতের ট্রেনে যাওয়ার সময়ে অনর্গল কথা বলা,  উচ্চস্বরে গল্প করা, দীর্ঘক্ষণ ধরে মোবাইলে কথা বলা, হুটহাট আলো জ্বালিয়ে ফেলা এবার আর করা যাবে না। রাত ১০টা পর থেকে আর কিছুই চলবে না। এবার ট্রেনের যাত্রীদের শিষ্টাচার শেখাতে কড়া বিধিনিষেধ আনছে শেখাতে ভারতীয় রেল। ট্রেনে যাত্রী স্বাচ্ছন্দ্যে কথা বিচার করে এই নিয়ম আনতে চলেছে রেল।

ট্রেনে এক শ্রেণির যাত্রীদের কাজ থাকে, সারা রাতে না ঘুমিয়ে গল্প করা, আড্ডা দেওয়া। কামরায় লাইট নিভিয়ে দেওয়ার পরেও অনেকে আবার সারা রাত ধরেই ল্যাপটপ চালিয়ে কাজ করতে থাকে। এতে অনেক যাত্রী সমস্যার সম্মুক্ষীণ হন। এদিকে অনেক সময় প্রতিবাদ করলে দুই পক্ষে মধে ঝগড়ার মতো পরিস্থিতি তৈরি হয়।এবার থেকে আর এগুলি করা যাবে না। রাত দশটা এই দায়িত্ব পালন করতে হবে রেলযাত্রীদের।

আরও পড়ুন: টিকিট বুক করেও যাত্রা করতে পারেননি ৩.২৭ কোটিরও বেশি যাত্রী

আর এই সমগ্র পরিস্থিতির উপর নজর রাখবেন, রেলের রেলের সংশ্লিষ্ট আধিকারিক বা কর্মীরা। এই মর্মে রেল বোর্ডের পক্ষ থেকে সব জোনের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এমনই খবর মিলছে রেল সূত্রে। বয়স্ক যাত্রীদের সুবিধার কথা ভেবে এই বিশেষ নজর দিচ্ছে রেল। এছাড়াও রেলের নজরে থাকছে, বিশেষভাবে শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম,  অসুস্থ যাত্রী,  কিংবা এককভাবে যাতায়াত করা কোনও মহিলার যাত্রী। যাত্রীদের সুবিধা-অসুবিধার দিকে রেলকর্মীদের দিকে নজর রাখার নির্দেশ দিয়েছে ভারতীয় রেল।

আরও পড়ুন: ১৫ টাকায় ‘পুরি-ভাজি’, ভারতীয় রেলের ইকোনমি মিল ভাইরাল

 

আরও পড়ুন: পর্যটকদের ফেরাতে বিশেষ ব্যবস্থা রেলের

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দূরপাল্লার ট্রেনে রাত ১০ টা’র পর থেকে মেনে চলতে হবে এই নিয়ম, কড়া বিধিনিষেধ আনছে ভারতীয় রেল

আপডেট : ২০ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ এবার দূরপাল্লার ট্রেনযাত্রীদের শিষ্টাচার শেখাবে ট্রেন। রাতের ট্রেনে যাওয়ার সময়ে অনর্গল কথা বলা,  উচ্চস্বরে গল্প করা, দীর্ঘক্ষণ ধরে মোবাইলে কথা বলা, হুটহাট আলো জ্বালিয়ে ফেলা এবার আর করা যাবে না। রাত ১০টা পর থেকে আর কিছুই চলবে না। এবার ট্রেনের যাত্রীদের শিষ্টাচার শেখাতে কড়া বিধিনিষেধ আনছে শেখাতে ভারতীয় রেল। ট্রেনে যাত্রী স্বাচ্ছন্দ্যে কথা বিচার করে এই নিয়ম আনতে চলেছে রেল।

ট্রেনে এক শ্রেণির যাত্রীদের কাজ থাকে, সারা রাতে না ঘুমিয়ে গল্প করা, আড্ডা দেওয়া। কামরায় লাইট নিভিয়ে দেওয়ার পরেও অনেকে আবার সারা রাত ধরেই ল্যাপটপ চালিয়ে কাজ করতে থাকে। এতে অনেক যাত্রী সমস্যার সম্মুক্ষীণ হন। এদিকে অনেক সময় প্রতিবাদ করলে দুই পক্ষে মধে ঝগড়ার মতো পরিস্থিতি তৈরি হয়।এবার থেকে আর এগুলি করা যাবে না। রাত দশটা এই দায়িত্ব পালন করতে হবে রেলযাত্রীদের।

আরও পড়ুন: টিকিট বুক করেও যাত্রা করতে পারেননি ৩.২৭ কোটিরও বেশি যাত্রী

আর এই সমগ্র পরিস্থিতির উপর নজর রাখবেন, রেলের রেলের সংশ্লিষ্ট আধিকারিক বা কর্মীরা। এই মর্মে রেল বোর্ডের পক্ষ থেকে সব জোনের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এমনই খবর মিলছে রেল সূত্রে। বয়স্ক যাত্রীদের সুবিধার কথা ভেবে এই বিশেষ নজর দিচ্ছে রেল। এছাড়াও রেলের নজরে থাকছে, বিশেষভাবে শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম,  অসুস্থ যাত্রী,  কিংবা এককভাবে যাতায়াত করা কোনও মহিলার যাত্রী। যাত্রীদের সুবিধা-অসুবিধার দিকে রেলকর্মীদের দিকে নজর রাখার নির্দেশ দিয়েছে ভারতীয় রেল।

আরও পড়ুন: ১৫ টাকায় ‘পুরি-ভাজি’, ভারতীয় রেলের ইকোনমি মিল ভাইরাল

 

আরও পড়ুন: পর্যটকদের ফেরাতে বিশেষ ব্যবস্থা রেলের