০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এবার বাড়িতেই বসেই পেয়ে যাবেন ভোটার কার্ড, জানুন সেই নিয়ম

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জানুয়ারী ২০২২, বুধবার
  • / 36

পুবের কলম প্রতিবেদ্কঃ ভোটার তালিকায় নাম উঠলেই বাড়িতে পৌঁছে যাবে স্বচিত্র পরিচয়পত্র বা ভোটার কার্ড। এর জন্য আর কোনও ঝঞ্ঝাট পোহাতে হবে না। আবেদন করলে নতুন ভোটারদের রঙিন কার্ড সিল করা খামে পৌঁছে দেবে ভারতীয় ডাক বিভাগ। পোস্ট অফিসের সঙ্গে এমনই চুক্তি করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ২৫ জানুয়ারি– মঙ্গলবার জাতীয় ভোটার দিবসে কমিশনের তরফে এমনটাই জানানো হয়েছে। আরও বলা হয়েছে– এবার থেকে মুখবন্ধ খামে থাকবে ভোটার কার্ড– জেলাশাসকের চিঠি– শপথবাক্য এবং ভোটার গাইডলাইনস্।

প্রসঙ্গত– এদিন ছিল জাতীয় ভোটার দিবস। সে উপলক্ষে কলকাতায় জাতীয় গ্রন্থাগারে রাজ্য পর্যায়ে একটি অনুষ্ঠান আয়োজন করেছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই অনুষ্ঠানেই জানানো হয়– ভোটার কার্ড পৌঁছে যাবে আবেদনকারীদের বাড়িতেই। সাদা কালো নয়– এবার সব কার্ড হবে রঙিন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ড. আরিজ আফতাব– নির্বাচন কমিশনার সৌরভ দাস– রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ভোটের কাজে ভাল অবদানের জন্য এদিন একাধিক জেলাশাসক এবং পুলিশ আধিকারিকদের পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে সরকারি হোমে খাবার খেয়ে অসুস্থ ১৬, মৃত্যু চার শিশুর

জেলা ও ব্লক পর্যায়েও একইরকম অনুষ্ঠান হয়েছে। এদিন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী– পূর্ব বর্ধমানের পুলিশ সুপার– হাওড়া এবং উত্তর ২৪ পরগনার জেলাশাসক– নদিয়ার জেলাশাসক শশাঙ্ক শেঠী– বাঁকুড়ার জেলাশাসক রাধিকা আইয়ার এবং জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বিশেষ সম্মান পান।

আরও পড়ুন: সুপ্রিম নির্দেশ মেনেই হবে আধার-এপিক লিঙ্ক, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

আরও পড়ুন: Voter and Aadhaar card সংযুক্তি নিয়ে শীর্ষ আধিকারিকদের বৈঠক আগামী সপ্তাহে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার বাড়িতেই বসেই পেয়ে যাবেন ভোটার কার্ড, জানুন সেই নিয়ম

আপডেট : ২৬ জানুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদ্কঃ ভোটার তালিকায় নাম উঠলেই বাড়িতে পৌঁছে যাবে স্বচিত্র পরিচয়পত্র বা ভোটার কার্ড। এর জন্য আর কোনও ঝঞ্ঝাট পোহাতে হবে না। আবেদন করলে নতুন ভোটারদের রঙিন কার্ড সিল করা খামে পৌঁছে দেবে ভারতীয় ডাক বিভাগ। পোস্ট অফিসের সঙ্গে এমনই চুক্তি করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ২৫ জানুয়ারি– মঙ্গলবার জাতীয় ভোটার দিবসে কমিশনের তরফে এমনটাই জানানো হয়েছে। আরও বলা হয়েছে– এবার থেকে মুখবন্ধ খামে থাকবে ভোটার কার্ড– জেলাশাসকের চিঠি– শপথবাক্য এবং ভোটার গাইডলাইনস্।

প্রসঙ্গত– এদিন ছিল জাতীয় ভোটার দিবস। সে উপলক্ষে কলকাতায় জাতীয় গ্রন্থাগারে রাজ্য পর্যায়ে একটি অনুষ্ঠান আয়োজন করেছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই অনুষ্ঠানেই জানানো হয়– ভোটার কার্ড পৌঁছে যাবে আবেদনকারীদের বাড়িতেই। সাদা কালো নয়– এবার সব কার্ড হবে রঙিন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ড. আরিজ আফতাব– নির্বাচন কমিশনার সৌরভ দাস– রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ভোটের কাজে ভাল অবদানের জন্য এদিন একাধিক জেলাশাসক এবং পুলিশ আধিকারিকদের পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে সরকারি হোমে খাবার খেয়ে অসুস্থ ১৬, মৃত্যু চার শিশুর

জেলা ও ব্লক পর্যায়েও একইরকম অনুষ্ঠান হয়েছে। এদিন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী– পূর্ব বর্ধমানের পুলিশ সুপার– হাওড়া এবং উত্তর ২৪ পরগনার জেলাশাসক– নদিয়ার জেলাশাসক শশাঙ্ক শেঠী– বাঁকুড়ার জেলাশাসক রাধিকা আইয়ার এবং জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বিশেষ সম্মান পান।

আরও পড়ুন: সুপ্রিম নির্দেশ মেনেই হবে আধার-এপিক লিঙ্ক, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

আরও পড়ুন: Voter and Aadhaar card সংযুক্তি নিয়ে শীর্ষ আধিকারিকদের বৈঠক আগামী সপ্তাহে