২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কৃষিক্ষেত্রে শ্রমিকের অভাব মেটাচ্ছে রোবট কৃষক

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ জানুয়ারী ২০২২, শনিবার
  • / 126

 

পুবের কলম ওয়েবডেস্কঃ গ্রেট ব্রিটেন, জার্মানির মত দেশগুলিতে হটাৎ করেই কৃষিকাজ করার লোকের অভাব দেখা দিয়েছে। সেই সমস্যা মেটাতে সে দেশের কৃষিক্ষেত্র গুলিতে এবার দেখা মিলছে রোবট কৃষকের।

ব্রিটেনে এহেন দুটি রোবট কৃষকের নাম টম এবং ডিক।কারও সাহায্য ছাড়াই ব্যস্তভাবে কাজ করে চলেছে ফসলের মাঠে। ফসল লাগানোর আগে জমি প্রস্তুত করার জন্য কৃষকের মতোই মাঠ থেকে খুঁজে খুঁজে আগাছা তুলছে রোবট দুটি। দুজনের মধ্যে কোনো কথা না হলেও একটি বিষয়ে মিল রয়েছে বেশ। আগাছা ঠেকাতে রাসায়নিক ব্যবহারে রাজি নয় কেউ। তারা প্রতিদিন প্রায় ৪৯ একর জমি থেকে আগাছা তুলতে পারে।

আগামী বছরেই বাণিজ্যিক ভাবে এই রোবট কৃষকের দেখা মিলতে পারে বলে জানাচ্ছে ব্রিটেনের একটি স্টার্টআপ সংস্থা।

 

অন্যদিকে জার্মানির অনেক অঞ্চলেই কৃষিকাজের জন্য প্রয়োজনীয়সংখ্যক শ্রমিক পাচ্ছেন না কৃষকরা। এই সমস্যার সমাধানে অনেকেই নিচ্ছেন রোবটের সাহায্য। ইতিমধ্যে ফসলের মাঠে আগাছা পরিষ্কারের কাজ শুরু করেছে রোবট।

ব্যবহার করা হচ্ছে রোবট ‘বনিরোব’কে। চাষীরা মাঠে কাজ করার জন্য যথেষ্ট লোক পাচ্ছেন না। বনিরোব এই শ্রমিক ঘাটতি মেটাতে সক্ষম। সে আগাছা খুঁজে বের করে তা রাসায়নিক ছাড়াই ধ্বংস করতে সহযোগিতা করে। তবে রোবটটি এখনও শিখছে। বনিরোব এখন শুধু চেনে, কোন চারাটি দরকার, কোনটি দরকার নেই।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কৃষিক্ষেত্রে শ্রমিকের অভাব মেটাচ্ছে রোবট কৃষক

আপডেট : ২৯ জানুয়ারী ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ গ্রেট ব্রিটেন, জার্মানির মত দেশগুলিতে হটাৎ করেই কৃষিকাজ করার লোকের অভাব দেখা দিয়েছে। সেই সমস্যা মেটাতে সে দেশের কৃষিক্ষেত্র গুলিতে এবার দেখা মিলছে রোবট কৃষকের।

ব্রিটেনে এহেন দুটি রোবট কৃষকের নাম টম এবং ডিক।কারও সাহায্য ছাড়াই ব্যস্তভাবে কাজ করে চলেছে ফসলের মাঠে। ফসল লাগানোর আগে জমি প্রস্তুত করার জন্য কৃষকের মতোই মাঠ থেকে খুঁজে খুঁজে আগাছা তুলছে রোবট দুটি। দুজনের মধ্যে কোনো কথা না হলেও একটি বিষয়ে মিল রয়েছে বেশ। আগাছা ঠেকাতে রাসায়নিক ব্যবহারে রাজি নয় কেউ। তারা প্রতিদিন প্রায় ৪৯ একর জমি থেকে আগাছা তুলতে পারে।

আগামী বছরেই বাণিজ্যিক ভাবে এই রোবট কৃষকের দেখা মিলতে পারে বলে জানাচ্ছে ব্রিটেনের একটি স্টার্টআপ সংস্থা।

 

অন্যদিকে জার্মানির অনেক অঞ্চলেই কৃষিকাজের জন্য প্রয়োজনীয়সংখ্যক শ্রমিক পাচ্ছেন না কৃষকরা। এই সমস্যার সমাধানে অনেকেই নিচ্ছেন রোবটের সাহায্য। ইতিমধ্যে ফসলের মাঠে আগাছা পরিষ্কারের কাজ শুরু করেছে রোবট।

ব্যবহার করা হচ্ছে রোবট ‘বনিরোব’কে। চাষীরা মাঠে কাজ করার জন্য যথেষ্ট লোক পাচ্ছেন না। বনিরোব এই শ্রমিক ঘাটতি মেটাতে সক্ষম। সে আগাছা খুঁজে বের করে তা রাসায়নিক ছাড়াই ধ্বংস করতে সহযোগিতা করে। তবে রোবটটি এখনও শিখছে। বনিরোব এখন শুধু চেনে, কোন চারাটি দরকার, কোনটি দরকার নেই।