১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আজ ডার্বিতে নামার আগে চিন্তায় সবুজ মেরুন ও লাল-হলুদের রক্ষণ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ জানুয়ারী ২০২২, শনিবার
  • / 17

পুবেরকলম ওয়েবডেস্কঃ তাপ উত্তাপহীন আরও একটা ডার্বি ম্যাচে নামছে ইস্টবেঙ্গল মোহনবাগান। থুড়ি, এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। করোনার কারণে গত দু’বছর ধরে আইএসএল আয়োজিত হচ্ছে গোয়ার মাটিতে। এবারও তার ব্যতিক্রম নয়। আর সেই গোয়ার মাটিতে আইএসএলের ডার্বি ম্যাচে নামার আগে লাল – হলুদ ও সবুজ- মেরুন দুটো দলেই চিন্তায় দল গঠন নিয়ে। আজ শনিবার সন্ধ্যেবেলা সাড়ে সাতটা থেকে বড় ম্যাচে নামতে চলেছে দুই প্রধান। কিন্তু তার আগে এটিকে মোহনবাগানের সমস্যা দলের তারকা প্লেয়ার রয় কৃষ্ণার না থাকা। হ্যামস্ট্রিং চোটের জন্য রয় কৃষ্ণা এই ম্যাচে খেলতে পারবেন না। তার জায়গায় এই ম্যাচের বাড়তি ভূমিকা নিতে চলেছেন দলের আরেক তারকা হুগো বুমাস। দুই দলেরই রক্ষণ নিয়ে বেশ চিন্তায় রয়েছেন তাদের কোচেরা।আজ ডার্বিতে নামার আগে চিন্তায় সবুজ মেরুন ও লাল-হলুদের রক্ষণ

ইস্টবেঙ্গলের নতুন কোচ মারিও রিভেরা দলটাকে ভালই চেনেন। কারণ তিনি এর আগেও লাল-হলুদ ব্রিগেডের কোচিং করিয়েছেন। অন্যদিকে এটিকে মোহনবাগানের নতুন স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্ডোর কাছে এই ম্যাচ অগ্নিপরীক্ষা। কারণ, দায়িত্ব নেবার পর এই প্রথম কলকাতা ডার্বিতে নামছে এটিকে মোহনবাগান। উল্লেখ্য এর আগে আইএসএলের তিনটি ডার্বিতেই জয় পেয়েছে এটিকে মোহনবাগান। এমনকি চলতি আইএসএলের প্রথম পর্বের ম্যাচেও ইস্টবেঙ্গলকে উড়িয়ে দিয়েছিল এটিকে মোহনবাগান। তা সত্তেও লিগের ক্রমতালিকায় এটিকে মোহনবাগান খুব একটা ভালো অবস্থায় নেই।  ইস্টবেঙ্গল তো একেবারে শেষের দিকে রয়েছে। দুটো দলের কারোরই ডিফেন্স তেমন আহামরি খেলছে না। দুই দলই প্রচুর গোল খেয়েছে। তাই শনিবার সন্ধ্যায় কলকাতা ডার্বিতে নামার আগে রক্ষণ ভাবিয়ে তুলছে এটিকে মোহনবাগান ও এস সি ইস্টবেঙ্গলকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ ডার্বিতে নামার আগে চিন্তায় সবুজ মেরুন ও লাল-হলুদের রক্ষণ

আপডেট : ২৯ জানুয়ারী ২০২২, শনিবার

পুবেরকলম ওয়েবডেস্কঃ তাপ উত্তাপহীন আরও একটা ডার্বি ম্যাচে নামছে ইস্টবেঙ্গল মোহনবাগান। থুড়ি, এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। করোনার কারণে গত দু’বছর ধরে আইএসএল আয়োজিত হচ্ছে গোয়ার মাটিতে। এবারও তার ব্যতিক্রম নয়। আর সেই গোয়ার মাটিতে আইএসএলের ডার্বি ম্যাচে নামার আগে লাল – হলুদ ও সবুজ- মেরুন দুটো দলেই চিন্তায় দল গঠন নিয়ে। আজ শনিবার সন্ধ্যেবেলা সাড়ে সাতটা থেকে বড় ম্যাচে নামতে চলেছে দুই প্রধান। কিন্তু তার আগে এটিকে মোহনবাগানের সমস্যা দলের তারকা প্লেয়ার রয় কৃষ্ণার না থাকা। হ্যামস্ট্রিং চোটের জন্য রয় কৃষ্ণা এই ম্যাচে খেলতে পারবেন না। তার জায়গায় এই ম্যাচের বাড়তি ভূমিকা নিতে চলেছেন দলের আরেক তারকা হুগো বুমাস। দুই দলেরই রক্ষণ নিয়ে বেশ চিন্তায় রয়েছেন তাদের কোচেরা।আজ ডার্বিতে নামার আগে চিন্তায় সবুজ মেরুন ও লাল-হলুদের রক্ষণ

ইস্টবেঙ্গলের নতুন কোচ মারিও রিভেরা দলটাকে ভালই চেনেন। কারণ তিনি এর আগেও লাল-হলুদ ব্রিগেডের কোচিং করিয়েছেন। অন্যদিকে এটিকে মোহনবাগানের নতুন স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্ডোর কাছে এই ম্যাচ অগ্নিপরীক্ষা। কারণ, দায়িত্ব নেবার পর এই প্রথম কলকাতা ডার্বিতে নামছে এটিকে মোহনবাগান। উল্লেখ্য এর আগে আইএসএলের তিনটি ডার্বিতেই জয় পেয়েছে এটিকে মোহনবাগান। এমনকি চলতি আইএসএলের প্রথম পর্বের ম্যাচেও ইস্টবেঙ্গলকে উড়িয়ে দিয়েছিল এটিকে মোহনবাগান। তা সত্তেও লিগের ক্রমতালিকায় এটিকে মোহনবাগান খুব একটা ভালো অবস্থায় নেই।  ইস্টবেঙ্গল তো একেবারে শেষের দিকে রয়েছে। দুটো দলের কারোরই ডিফেন্স তেমন আহামরি খেলছে না। দুই দলই প্রচুর গোল খেয়েছে। তাই শনিবার সন্ধ্যায় কলকাতা ডার্বিতে নামার আগে রক্ষণ ভাবিয়ে তুলছে এটিকে মোহনবাগান ও এস সি ইস্টবেঙ্গলকে।