১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিরাটকে সম্মান দিয়েই ওডিআই সিরিজে নামতে প্রস্তুত রোহিত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
  • / 20

পুবের কলম, ওয়েবডেস্কঃ রবিবার আহমদাবাদে শুরু হতে চলেছে ভারত ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে। আর সেই সিরিজে নামার আগে ভারতীয় দলের খুব একটা পরিবর্তন চাইছেন না নতুন অধিনায়ক রোহিত শর্মা। তিনি এখন ভারতীয় দলের নতুন ক্যাপ্টেন, কিন্তু বিরাট কোহলির নেতৃত্বাধীন যে ভারত ছিল সেই ভারতের পক্ষেই সওয়াল করলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। বিরাটকে তার যোগ্য সন্মান দিতে চান রোহিত। বললেন,’আমাদের পরিবর্তন করার মত নতুন কিছু নেই, কিছু কি কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের খেলায় কিছু পরিবর্তন করতে হতে পারে। ভিন্ন ভিন্ন সময়ে যে প্রয়োজনীয়তা থাকে তাকে সামনে রেখে খেলতে হবে।’ বিরাটকে সম্মান জানিয়ে রোহিত বললেন,’এমন নয় যে আমি এলাম বলে একটা বড়সড় পরিবর্তন করে দিলাম, তা নয় । বিরাটের নেতৃত্বাধীন যে দল আমাদের খেলেছে সেই দল শক্তিশালী। আমি শুধুমাত্র দলের ছেলেদের এটুকু জানিয়েছি তাদেরকে ঠিক কতটা দিতে হবে?’

ভারতের ওয়ানডে পারফরম্যান্স খুব একটা খারাপ নয়। সেটা বলতে গিয়ে রোহিত বলেন,’ একদিনের ক্রিকেটে আমাদের জয়ের পার্সেন্টেজ খুব একটা খারাপ নয়, এটা প্রায় ৭০ শতাংশের ওপর । আমি প্রত্যেক প্লেয়ারের সঙ্গে আলাদা করে কথা বলেছি, প্রত্যেককে তাদের গুরুত্ব বুঝিয়েছি।’

রোহিত চান না ভারত অন্য কোনও দেশের মডেল ফলো করুক। বলছেন,’ আমাদের একটা অন্য সেটআপ আছে, আমরা একটা ভিন্ন পদ্ধতিতে খেলি। আমাদের খেলায় সেটারই প্রতিফলন আনতে হবে। কাউকে অনুকরণ করে খেললে আমাদের হবে না।’ কোনও বিষয়কে জটিল করতে চান না রোহিত। বর্তমানে বিরাট কোহলিকে নিয়ে ভারতীয় ক্রিকেটে যে দ্বন্দ্ব শুরু হয়েছে, তাকে গুরুত্ব দিচ্ছেন না ক্যাপ্টেন রোহিত শর্মা। ‘আমরা কোনও কিছুতে জটিল করতে চাই না। আমরা দুর্দান্ত একটি ক্রিকেট খেলছি। শুধু কিছু মুহূর্তকে আমাদের পরিবর্তন করতে হবে। যে প্লেয়াররা আমাদের দলে খেলছে তারা খুব বেশি ওডিআই খেলেনি। তাদের অভিজ্ঞতা সঞ্চয় করাটাও খুব বড় বিষয়। আগামী কয়েকমাসে সেটাই হতে চলেছে, এবার আমরা কিছু ভিন্ন জিনিস করব।’

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরাটকে সম্মান দিয়েই ওডিআই সিরিজে নামতে প্রস্তুত রোহিত

আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ রবিবার আহমদাবাদে শুরু হতে চলেছে ভারত ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে। আর সেই সিরিজে নামার আগে ভারতীয় দলের খুব একটা পরিবর্তন চাইছেন না নতুন অধিনায়ক রোহিত শর্মা। তিনি এখন ভারতীয় দলের নতুন ক্যাপ্টেন, কিন্তু বিরাট কোহলির নেতৃত্বাধীন যে ভারত ছিল সেই ভারতের পক্ষেই সওয়াল করলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। বিরাটকে তার যোগ্য সন্মান দিতে চান রোহিত। বললেন,’আমাদের পরিবর্তন করার মত নতুন কিছু নেই, কিছু কি কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের খেলায় কিছু পরিবর্তন করতে হতে পারে। ভিন্ন ভিন্ন সময়ে যে প্রয়োজনীয়তা থাকে তাকে সামনে রেখে খেলতে হবে।’ বিরাটকে সম্মান জানিয়ে রোহিত বললেন,’এমন নয় যে আমি এলাম বলে একটা বড়সড় পরিবর্তন করে দিলাম, তা নয় । বিরাটের নেতৃত্বাধীন যে দল আমাদের খেলেছে সেই দল শক্তিশালী। আমি শুধুমাত্র দলের ছেলেদের এটুকু জানিয়েছি তাদেরকে ঠিক কতটা দিতে হবে?’

ভারতের ওয়ানডে পারফরম্যান্স খুব একটা খারাপ নয়। সেটা বলতে গিয়ে রোহিত বলেন,’ একদিনের ক্রিকেটে আমাদের জয়ের পার্সেন্টেজ খুব একটা খারাপ নয়, এটা প্রায় ৭০ শতাংশের ওপর । আমি প্রত্যেক প্লেয়ারের সঙ্গে আলাদা করে কথা বলেছি, প্রত্যেককে তাদের গুরুত্ব বুঝিয়েছি।’

রোহিত চান না ভারত অন্য কোনও দেশের মডেল ফলো করুক। বলছেন,’ আমাদের একটা অন্য সেটআপ আছে, আমরা একটা ভিন্ন পদ্ধতিতে খেলি। আমাদের খেলায় সেটারই প্রতিফলন আনতে হবে। কাউকে অনুকরণ করে খেললে আমাদের হবে না।’ কোনও বিষয়কে জটিল করতে চান না রোহিত। বর্তমানে বিরাট কোহলিকে নিয়ে ভারতীয় ক্রিকেটে যে দ্বন্দ্ব শুরু হয়েছে, তাকে গুরুত্ব দিচ্ছেন না ক্যাপ্টেন রোহিত শর্মা। ‘আমরা কোনও কিছুতে জটিল করতে চাই না। আমরা দুর্দান্ত একটি ক্রিকেট খেলছি। শুধু কিছু মুহূর্তকে আমাদের পরিবর্তন করতে হবে। যে প্লেয়াররা আমাদের দলে খেলছে তারা খুব বেশি ওডিআই খেলেনি। তাদের অভিজ্ঞতা সঞ্চয় করাটাও খুব বড় বিষয়। আগামী কয়েকমাসে সেটাই হতে চলেছে, এবার আমরা কিছু ভিন্ন জিনিস করব।’