০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিমদের জন্য নয়া ফোরাম ফ্রান্সে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
  • / 116

পুবের কলম ওয়েবডেস্ক: ফোরাম অফ  দ্য ইসলাম অফ ফ্রান্স’ নামক একটি জাতীয় সংস্থা গঠন করতে চলেছে ফ্রান্স সরকার। এর মাধ্যমে ফ্রান্সের বহু পুরানো সংগঠন ’ফ্রেঞ্চ কাউন্সিল অফ দ্য মুসলিম ফেথ’কে বিলুপ্ত করা হবে। বলা হচ্ছে– ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসলামকে ঢেলে সাজানোর নীতি নেওয়ার পর থেকেই দেশের মুসলিমদের ওপর নতুন করে অনেক কিছুই চাপিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার ক্ষুন্ন হচ্ছে। ফ্রান্সের নয়া ইসলামি প্রতিষ্ঠানে দেশটির সব মুসলিম অ্যাসোসিয়েশনকে অন্তর্ভুক্ত করা হলেও এদের প্রাথমিক ভবে বাছাই করবে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রক  ও গভর্নররা।

তাই এ নিয়ে শঙ্কায় রয়েছেন ফরাসি মুসলিমরা। তাঁরা মনে করছেন– এভাবে মুসলিমদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ সহজ হবে ম্যাক্রোঁ সরকারের। ফ্রান্সের এক ইসলামি অ্যাসোসিয়েশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন– ফ্রান্সের নয়া ইসলামি ফোরামে বাছাইপ্রক্রিয়া নিয়ে  নির্দিষ্ট ও স্পষ্ট কোনও কিছু বলা নেই। ফরাসি  সরকারের তৈরি নয়া ইসলামি ফোরাম  নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন  বলেন– ’ইসলামকে স্বাধীন ও মুক্ত’ করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর আগের যে ইসলামি সংগঠনটি ছিল সেটিকে বিদেশী প্রভাবগ্রস্ত বলে উল্লেখ করেন দারমানিন। তিনি বলেন ‘ইসলাম ফ্রান্সে বসবাসরত বিদেশীদের জন্য কোনও ধর্ম নয়– কিন্তু এটি ফ্রান্সের  ধর্ম যা বিদেশী অর্থে নির্ভর করে না।’

আরও পড়ুন: Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স

 

আরও পড়ুন: অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, ইউরোপে সাইবার হামলা, উঠছে প্রশ্ন

 

আরও পড়ুন: ফরাসি দূতাবাসের ১২ কর্মকর্তাকে দেশত্যাগের নির্দেশ আলজেরিয়ার

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুসলিমদের জন্য নয়া ফোরাম ফ্রান্সে

আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ফোরাম অফ  দ্য ইসলাম অফ ফ্রান্স’ নামক একটি জাতীয় সংস্থা গঠন করতে চলেছে ফ্রান্স সরকার। এর মাধ্যমে ফ্রান্সের বহু পুরানো সংগঠন ’ফ্রেঞ্চ কাউন্সিল অফ দ্য মুসলিম ফেথ’কে বিলুপ্ত করা হবে। বলা হচ্ছে– ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসলামকে ঢেলে সাজানোর নীতি নেওয়ার পর থেকেই দেশের মুসলিমদের ওপর নতুন করে অনেক কিছুই চাপিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার ক্ষুন্ন হচ্ছে। ফ্রান্সের নয়া ইসলামি প্রতিষ্ঠানে দেশটির সব মুসলিম অ্যাসোসিয়েশনকে অন্তর্ভুক্ত করা হলেও এদের প্রাথমিক ভবে বাছাই করবে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রক  ও গভর্নররা।

তাই এ নিয়ে শঙ্কায় রয়েছেন ফরাসি মুসলিমরা। তাঁরা মনে করছেন– এভাবে মুসলিমদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ সহজ হবে ম্যাক্রোঁ সরকারের। ফ্রান্সের এক ইসলামি অ্যাসোসিয়েশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন– ফ্রান্সের নয়া ইসলামি ফোরামে বাছাইপ্রক্রিয়া নিয়ে  নির্দিষ্ট ও স্পষ্ট কোনও কিছু বলা নেই। ফরাসি  সরকারের তৈরি নয়া ইসলামি ফোরাম  নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন  বলেন– ’ইসলামকে স্বাধীন ও মুক্ত’ করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর আগের যে ইসলামি সংগঠনটি ছিল সেটিকে বিদেশী প্রভাবগ্রস্ত বলে উল্লেখ করেন দারমানিন। তিনি বলেন ‘ইসলাম ফ্রান্সে বসবাসরত বিদেশীদের জন্য কোনও ধর্ম নয়– কিন্তু এটি ফ্রান্সের  ধর্ম যা বিদেশী অর্থে নির্ভর করে না।’

আরও পড়ুন: Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স

 

আরও পড়ুন: অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, ইউরোপে সাইবার হামলা, উঠছে প্রশ্ন

 

আরও পড়ুন: ফরাসি দূতাবাসের ১২ কর্মকর্তাকে দেশত্যাগের নির্দেশ আলজেরিয়ার