ইনস্টাগ্রামে ৪০০ মিলিয়ন ফলোয়ার, নতুন নজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
- আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২২, সোমবার
- / 45
পুবের কলম ওয়েবডেস্কঃ শুধু মাঠের মধ্যে নয় মাঠের বাইরেও লা-জবাব ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠে বিপক্ষের জালে বল জড়িয়ে বিশ্বরেকর্ড অনেক আগেই করে ফেলেছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার মাঠের বাইরেও এক নতুন বিশ্বরেকর্ড গড়লেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে তাকে ফলো করেন না এমন কোন ব্যক্তিত্ব নেই। ইতিমধ্যেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইনস্টাগ্রাম একাউন্টে ফলোয়ারের সংখ্যা ৪০০ মিলিয়ন ছাড়িয়েছে । ইনস্টাগ্রাম একাউন্ট এ এত ফলোয়ার কোনও বিখ্যাত ব্যক্তিরই নেই। উল্লেখ্য গত সেপ্টেম্বরে যখন তিনি ৩৭ বছরে পা দিলেন, তখনো ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ছিল ২৩৭ মিলিয়ন। গত ছয় মাসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা বেড়েছে ১৬৩ মিলিয়ন। ইনস্টাগ্রামে ফলোয়ারের ক্ষেত্রে যা নজির বিহীন। উল্লেখ্য রোনাল্ডো যখন তার ইনস্টাগ্রাম একাউন্ট চালু করেন শুরুর দিকে তার ফলোয়ারের সংখ্যা ছিল মাত্র ৫০০ জন। কয়েক বছরেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জনপ্রিয়তা এত হুহু করে বেড়েছে যে তার প্রভাব পড়েছে ইনস্টাগ্রামেও। যত দিন গেছে স্রোতের জলের মতো ইনস্টাগ্রামে ফলোয়ার এর সংখ্যা বেড়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এবার তো তা সমস্ত রেকর্ড ছাপিয়ে গেল। ফুটবলে শুধু গোল করেই বিশ্বরেকর্ড গড়ে ক্ষান্ত নন পর্তুগিজ ফুটবল রাজকুমার, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তার জুড়ি মেলা ভার।





























