০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটেনে মসজিদ নির্মাণে পূর্ণ সমর্থন খ্রিস্টান ধর্মনেতাদের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২২, সোমবার
  • / 155

পুবের কলম ওয়েবডেস্কঃ ব্রিটেনের হ্যারোগেট জেলায় একটি মসজিদের নির্মাণ নিয়ে মুসলিমদের প্রতি সমর্থন জানিয়েছেন স্থানীয় ২২ চার্চ নেতা। ‘দ্য হ্যারোগেট ইসলামিক অ্যাসোসিয়েশন’এর উদ্যোগে ‘হোম গার্ডস ক্লাব’কে মসজিদে র*পান্তরের আবেদন জানানোর পর স্থানীয় চার্চগুলির তরফে মুসলিমদের পূর্ণ সমর্থন দেওয়া হয়েছে। খ্রিস্টান নেতারা বলেন– মুসলিমদের ইবাদতের স্থান পাওয়ার অধিকার আছে। এক বিবৃতিতে তাঁরা বলেন– ‘আমরা নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তিরা হ্যারোগেটের চার্চনেতা হিসেবে আমাদের মুসলিম বন্ধু ও প্রতিবেশীদের প্রতি সমর্থন জানাচ্ছি যারা প্রার্থনার জন্য উপযোগী একটি সুন্দর স্থানের আবেদন করেছে।’ তারা আরও বলেন– ‘আমরা বিশ্বাস করি– প্রতিটি মানুষ ইবাদতের সুযোগ লাভের অধিকার রাখে। আর একটি সুন্দর ও উপযোগী স্থান ছাড়া তা তৃপ্তিকর হয় না। আমরা বিশ্বাস করি যে মুসলিমদের চাহিদা অনুসারে একটি স্থায়ী মসজিদ নির্মাণের এটাই উপযুক্ত সময়।

যারা আমাদের সমাজে বসবাস ও কাজ করে।’ মুসলিমদের প্রতি সমর্থন জানিয়ে ক্যারোলিন লিনফোর্ড বলেন– ‘মুসলিমরা তাদের নিজেদের শহরে একটি প্রার্থনার স্থান পাওয়ার অধিকার রাখে এবং তারা যে স্থানটির জন্য আবেদন করেছে সেটাই বেশি উপযুক্ত। কেননা তা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।’

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

অপর সমর্থক জন কেলি লেখেন– ‘আমি এমন শহরে বসবাস করে দুঃখিত হবো যেখানে এই আবেদন প্রত্যাখ্যান করা হয় এবং এমন আবেদন কেন প্রত্যাখ্যান করা হবে তা আমাদের সন্তানদের কাছে ব্যাখ্যা করা কঠিন। আমাদের উচিত আমাদের শহরে সব মতাদর্শকে স্বাগত জানানো এবং অন্য সংস্কৃতিকে উদযাপন করা।’ উল্লেখ্য– হ্যারোগেট উত্তর ব্রিটেনের অন্যতম সুন্দর শহর। এই শহর বিশেষত ফুল– বসন্তকালীন সৌন্দর্য্য–  হাজার বছরের পুরনো প্রাসাদ ও ভিক্টোরিয়ান যুগের স্থাপত্য নিদর্শনের জন্য বিখ্যাত। মুসলিমরা এই শহরের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হলেও তাদের স্থায়ী  কোনও মসজিদ নেই।

আরও পড়ুন: ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে Britain

আরও পড়ুন: ই-বাইক  ও ই-স্কুটার উৎপাদনে বাংলার ব্রিটেন মউ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রিটেনে মসজিদ নির্মাণে পূর্ণ সমর্থন খ্রিস্টান ধর্মনেতাদের

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ব্রিটেনের হ্যারোগেট জেলায় একটি মসজিদের নির্মাণ নিয়ে মুসলিমদের প্রতি সমর্থন জানিয়েছেন স্থানীয় ২২ চার্চ নেতা। ‘দ্য হ্যারোগেট ইসলামিক অ্যাসোসিয়েশন’এর উদ্যোগে ‘হোম গার্ডস ক্লাব’কে মসজিদে র*পান্তরের আবেদন জানানোর পর স্থানীয় চার্চগুলির তরফে মুসলিমদের পূর্ণ সমর্থন দেওয়া হয়েছে। খ্রিস্টান নেতারা বলেন– মুসলিমদের ইবাদতের স্থান পাওয়ার অধিকার আছে। এক বিবৃতিতে তাঁরা বলেন– ‘আমরা নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তিরা হ্যারোগেটের চার্চনেতা হিসেবে আমাদের মুসলিম বন্ধু ও প্রতিবেশীদের প্রতি সমর্থন জানাচ্ছি যারা প্রার্থনার জন্য উপযোগী একটি সুন্দর স্থানের আবেদন করেছে।’ তারা আরও বলেন– ‘আমরা বিশ্বাস করি– প্রতিটি মানুষ ইবাদতের সুযোগ লাভের অধিকার রাখে। আর একটি সুন্দর ও উপযোগী স্থান ছাড়া তা তৃপ্তিকর হয় না। আমরা বিশ্বাস করি যে মুসলিমদের চাহিদা অনুসারে একটি স্থায়ী মসজিদ নির্মাণের এটাই উপযুক্ত সময়।

যারা আমাদের সমাজে বসবাস ও কাজ করে।’ মুসলিমদের প্রতি সমর্থন জানিয়ে ক্যারোলিন লিনফোর্ড বলেন– ‘মুসলিমরা তাদের নিজেদের শহরে একটি প্রার্থনার স্থান পাওয়ার অধিকার রাখে এবং তারা যে স্থানটির জন্য আবেদন করেছে সেটাই বেশি উপযুক্ত। কেননা তা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।’

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

অপর সমর্থক জন কেলি লেখেন– ‘আমি এমন শহরে বসবাস করে দুঃখিত হবো যেখানে এই আবেদন প্রত্যাখ্যান করা হয় এবং এমন আবেদন কেন প্রত্যাখ্যান করা হবে তা আমাদের সন্তানদের কাছে ব্যাখ্যা করা কঠিন। আমাদের উচিত আমাদের শহরে সব মতাদর্শকে স্বাগত জানানো এবং অন্য সংস্কৃতিকে উদযাপন করা।’ উল্লেখ্য– হ্যারোগেট উত্তর ব্রিটেনের অন্যতম সুন্দর শহর। এই শহর বিশেষত ফুল– বসন্তকালীন সৌন্দর্য্য–  হাজার বছরের পুরনো প্রাসাদ ও ভিক্টোরিয়ান যুগের স্থাপত্য নিদর্শনের জন্য বিখ্যাত। মুসলিমরা এই শহরের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হলেও তাদের স্থায়ী  কোনও মসজিদ নেই।

আরও পড়ুন: ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে Britain

আরও পড়ুন: ই-বাইক  ও ই-স্কুটার উৎপাদনে বাংলার ব্রিটেন মউ