২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দুঃখের আবহে গোটা দেশ, বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
  • / 32

পুবের কলম, ওয়েবডেস্কঃ একের পর দুঃখের আবহে শোকস্তব্ধ গোটা দেশ। গত ৬ ফেব্রুয়ারি অমৃতলোকের দিকে যাত্রা করেছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। গতকাল সেই অভিন্ন হৃদয় বন্ধু লতার কাছে চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আর সকালে ফের দুঃসংবাদ। আজ সুরের জগৎ থেকে এক না দেশে পাড়ি দিলেন বিশিষ্ট সুরকার, সঙ্গীতশিল্পী, ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী।

মঙ্গলবার মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, গত প্রায় একমাস তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

বাপ্পি লাহিড়ী প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। গভীর শোকে সঙ্গীতমহল।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ট্যুইটে শোকজ্ঞাপন করে জানিয়েছেন, ‘শ্রী বাপ্পি লাহিড়ী ছিলেন একজন অতুলনীয় গায়ক-সুরকার। তার গান শুধু ভারতে নয় বিদেশেও জনপ্রিয়তা পেয়েছে। তার বিভিন্ন পরিসরে তারুণ্যের পাশাপাশি প্রাণময় সুরও অন্তর্ভুক্ত ছিল। তার স্মরণীয় গান শ্রোতাদের আনন্দ দিয়ে যাবে বহুদিন। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুঃখের আবহে গোটা দেশ, বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ একের পর দুঃখের আবহে শোকস্তব্ধ গোটা দেশ। গত ৬ ফেব্রুয়ারি অমৃতলোকের দিকে যাত্রা করেছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। গতকাল সেই অভিন্ন হৃদয় বন্ধু লতার কাছে চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আর সকালে ফের দুঃসংবাদ। আজ সুরের জগৎ থেকে এক না দেশে পাড়ি দিলেন বিশিষ্ট সুরকার, সঙ্গীতশিল্পী, ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী।

মঙ্গলবার মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, গত প্রায় একমাস তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

বাপ্পি লাহিড়ী প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। গভীর শোকে সঙ্গীতমহল।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ট্যুইটে শোকজ্ঞাপন করে জানিয়েছেন, ‘শ্রী বাপ্পি লাহিড়ী ছিলেন একজন অতুলনীয় গায়ক-সুরকার। তার গান শুধু ভারতে নয় বিদেশেও জনপ্রিয়তা পেয়েছে। তার বিভিন্ন পরিসরে তারুণ্যের পাশাপাশি প্রাণময় সুরও অন্তর্ভুক্ত ছিল। তার স্মরণীয় গান শ্রোতাদের আনন্দ দিয়ে যাবে বহুদিন। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা।’