১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভবিষ্যতের জাদুঘর’ উদ্বোধন দুবাইয়ে পর্যটক টানবে আরবি ক্যালিগ্রাফি

পুবের কলম ওয়েবডেস্ক : পৃথিবীতে তৈরি সবচেয়ে সুন্দর স্থাপনাগুলির মধ্যে একটি বলে মনে করা হচ্ছে এটিকে । এটি হল ’মিউজিয়াম অফ দ্য ফিউচার’ বা ’ভবিষ্যতের জাদুঘর’। সংযুক্ত আরব আমিরশাহীর বিলাসবহুল শহর দুবাইয়ে এই জাদুঘরটির উদ্বোধন করা হল। মঙ্গলবার দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উপস্থিতিতে দেশটির জাতীয় সঙ্গীত বাজিয়ে জাদুঘরটির উদ্বোধন করা হয়। ‘মিউজিয়াম অব দ্য ফিউচার’ সম্পর্কে টু্ইটে তিনি লেখেন ‘এই জাদুঘর আকাঙ্খার বার্তা দেয় এটি পরিচয় প্রদর্শনের মাধ্যম আন্তর্জাতিক বিজ্ঞান মঞ্চ এবং আমাদের সবার জন্য সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ অর্জনের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান।

 

আরও পড়ুন: আরবে ভারতীয় কর্মীদের জন্য নতুন ইন্স্যুরেন্স প্রকল্প, ১ এপ্রিল থেকে চালু নতুন প্রকল্প

’ ডিজাইন ও প্রযুক্তির নিত্যনতুন আবিষ্কার চোখের সামনে তুলে ধরবে এই জাদুঘর । এই জাদুঘরের বৈশিষ্ট্য হল বর্তমানে থেকেও ভবিষ্যতের সফর করতে পারবেন পর্যটকরা। দুবাইয়ের গুরুত্বপূর্ণ এলাকা শেখ জায়েদ মহাসড়কের পাশেই চন্দ্রাকৃতির দৃষ্টিনন্দন স্থাপনাটিই ‘মিউজিয়াম অব দ্য ফিউচার’। ভবনটির গায়ে রয়েছে সুন্দর আরবি ক্যালিগ্রাফি। এই ভবনটির উচ্চতা ৭৭ মিটার এবং ৩০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে এর অবস্থান। অভ্যন্তরীণ খুঁটিবিহীন উপবৃত্তাকার ফাঁপা এ স্থাপনাটি সাত তলাবিশিষ্ট। নির্মাণ ও নকশায় এটি অদ্বিতীয়। জাদুঘরে প্রবেশের জন্য তার দু’দিকে দুটি সেতু স্থাপিত হয়েছে। ৬৯ মিটার লম্বা প্রথম সেতুটি গিয়ে মিশেছে পাশের নান্দনিক আমিরাত টাওয়ারের সাথে। সংযুক্ত আরব আমিরশাহীতে যমজ এ ভবনটি বেশ গুরুত্বপূর্ণ ও নামকরা। দুটির উচ্চতা যথাক্রমে ৩৫৫ ও ৩০৯ মিটার। আকাশচুম্বী ভবনটি গোটা বিশ্বে ৪৭তম সুউচ্চ স্থাপনার স্বীকৃতি পেয়েছে। দ্বিতীয় সেতুটি জাদুঘরকে আমিরাত টাওয়ার মেট্রো স্টেশনের সাথে সংযুক্ত করেছে।

আরও পড়ুন: ট্রাম্পের গাজা প্ল্যান ঠেকানোর উদ্যোগ সৌদি আরবের

আরও পড়ুন: রাজ্যের শিল্প সম্ভাবনার ভবিষ্যতের আলো জ্বালবে দেওচা পাঁচামি
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রেলে নিরাপত্তার নয়া দিগন্ত: ২২৩.৮ কোটি টাকা ব্যয়ে বাংলায় বসছে ‘কবচ’ প্রযুক্তি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভবিষ্যতের জাদুঘর’ উদ্বোধন দুবাইয়ে পর্যটক টানবে আরবি ক্যালিগ্রাফি

আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : পৃথিবীতে তৈরি সবচেয়ে সুন্দর স্থাপনাগুলির মধ্যে একটি বলে মনে করা হচ্ছে এটিকে । এটি হল ’মিউজিয়াম অফ দ্য ফিউচার’ বা ’ভবিষ্যতের জাদুঘর’। সংযুক্ত আরব আমিরশাহীর বিলাসবহুল শহর দুবাইয়ে এই জাদুঘরটির উদ্বোধন করা হল। মঙ্গলবার দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উপস্থিতিতে দেশটির জাতীয় সঙ্গীত বাজিয়ে জাদুঘরটির উদ্বোধন করা হয়। ‘মিউজিয়াম অব দ্য ফিউচার’ সম্পর্কে টু্ইটে তিনি লেখেন ‘এই জাদুঘর আকাঙ্খার বার্তা দেয় এটি পরিচয় প্রদর্শনের মাধ্যম আন্তর্জাতিক বিজ্ঞান মঞ্চ এবং আমাদের সবার জন্য সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ অর্জনের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান।

 

আরও পড়ুন: আরবে ভারতীয় কর্মীদের জন্য নতুন ইন্স্যুরেন্স প্রকল্প, ১ এপ্রিল থেকে চালু নতুন প্রকল্প

’ ডিজাইন ও প্রযুক্তির নিত্যনতুন আবিষ্কার চোখের সামনে তুলে ধরবে এই জাদুঘর । এই জাদুঘরের বৈশিষ্ট্য হল বর্তমানে থেকেও ভবিষ্যতের সফর করতে পারবেন পর্যটকরা। দুবাইয়ের গুরুত্বপূর্ণ এলাকা শেখ জায়েদ মহাসড়কের পাশেই চন্দ্রাকৃতির দৃষ্টিনন্দন স্থাপনাটিই ‘মিউজিয়াম অব দ্য ফিউচার’। ভবনটির গায়ে রয়েছে সুন্দর আরবি ক্যালিগ্রাফি। এই ভবনটির উচ্চতা ৭৭ মিটার এবং ৩০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে এর অবস্থান। অভ্যন্তরীণ খুঁটিবিহীন উপবৃত্তাকার ফাঁপা এ স্থাপনাটি সাত তলাবিশিষ্ট। নির্মাণ ও নকশায় এটি অদ্বিতীয়। জাদুঘরে প্রবেশের জন্য তার দু’দিকে দুটি সেতু স্থাপিত হয়েছে। ৬৯ মিটার লম্বা প্রথম সেতুটি গিয়ে মিশেছে পাশের নান্দনিক আমিরাত টাওয়ারের সাথে। সংযুক্ত আরব আমিরশাহীতে যমজ এ ভবনটি বেশ গুরুত্বপূর্ণ ও নামকরা। দুটির উচ্চতা যথাক্রমে ৩৫৫ ও ৩০৯ মিটার। আকাশচুম্বী ভবনটি গোটা বিশ্বে ৪৭তম সুউচ্চ স্থাপনার স্বীকৃতি পেয়েছে। দ্বিতীয় সেতুটি জাদুঘরকে আমিরাত টাওয়ার মেট্রো স্টেশনের সাথে সংযুক্ত করেছে।

আরও পড়ুন: ট্রাম্পের গাজা প্ল্যান ঠেকানোর উদ্যোগ সৌদি আরবের

আরও পড়ুন: রাজ্যের শিল্প সম্ভাবনার ভবিষ্যতের আলো জ্বালবে দেওচা পাঁচামি