২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার ১২ ঘন্টা বাংলা বনধের ডাক বিজেপির,জরুরি বৈঠক নবান্নে

পুবের কলম ওয়েবডেস্কঃ পুরভোটে রাজ্যে ১০৮ টি পুরসভার ভোটে বিক্ষিপ্ত অশান্তির প্রতিবাদ জানিয়ে সোমবার  ১২ ঘন্টার   বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি।

সেই ঘোষণার পরেই এবার তৎপর নবান্ন। রবিবার রাত সাড়ে আটটায় জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জেলাশাসক, পুলিশসুপার, কমিশনারদের নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে। বনধের জন্য কী প্রস্তুতি হবে তা নিয়েই এই বৈঠক বলে নবান্ন  সূত্রের খবর।

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

তবে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য সাফ জানিয়েছেন জোর করে বনধ করার চেষ্টা করলে তা কোনমতেই বরদাস্ত করা হবেনা। আগামীকাল সমস্ত স্কুল, কলেজ, সরকারি এবং বেসরকারি অফিস খোলা থাকবে। জোর করে  বনধ করানো হলে তার জন্য যথাযথ  ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: নীতীশের ডেপুটি সম্রাট-বিজয়, ১৯ মন্ত্রীর মধ্যে ১০ মন্ত্রীই বিজেপির

 

আরও পড়ুন: ৭ রাজ্যের ৮ উপনির্বাচনে বিজেপির পরাজয় ৬ আসনে

 

সর্বধিক পাঠিত

সরকারি অফিসে এআই ব্যবহার কমাতে নির্দেশ কেন্দ্রের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোমবার ১২ ঘন্টা বাংলা বনধের ডাক বিজেপির,জরুরি বৈঠক নবান্নে

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ পুরভোটে রাজ্যে ১০৮ টি পুরসভার ভোটে বিক্ষিপ্ত অশান্তির প্রতিবাদ জানিয়ে সোমবার  ১২ ঘন্টার   বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি।

সেই ঘোষণার পরেই এবার তৎপর নবান্ন। রবিবার রাত সাড়ে আটটায় জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জেলাশাসক, পুলিশসুপার, কমিশনারদের নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে। বনধের জন্য কী প্রস্তুতি হবে তা নিয়েই এই বৈঠক বলে নবান্ন  সূত্রের খবর।

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

তবে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য সাফ জানিয়েছেন জোর করে বনধ করার চেষ্টা করলে তা কোনমতেই বরদাস্ত করা হবেনা। আগামীকাল সমস্ত স্কুল, কলেজ, সরকারি এবং বেসরকারি অফিস খোলা থাকবে। জোর করে  বনধ করানো হলে তার জন্য যথাযথ  ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: নীতীশের ডেপুটি সম্রাট-বিজয়, ১৯ মন্ত্রীর মধ্যে ১০ মন্ত্রীই বিজেপির

 

আরও পড়ুন: ৭ রাজ্যের ৮ উপনির্বাচনে বিজেপির পরাজয় ৬ আসনে