‘আর যেতে চাই না’, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরে জানালেন তমলুকের সোনিয়া

- আপডেট : ৩ মার্চ ২০২২, বৃহস্পতিবার
- / 13
সুরজ মিশ্র, তমলুকঃ সেই তিন রাতের আতঙ্ক এখনও কাটেনি সোনিয়া ভৌমিকের। মেডিক্যালের সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারের এই ছাত্রী আর ইউক্রেনে ফিরতে চান না বলে সাংবাদিকদের জানিয়েছেন। ইউক্রেনের টার্ন অফ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী সোনিয়া ভৌমিক আটকে পড়েছিলেন । ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের ভয়াবহতা আকার ধারণ করলে সোনিয়া ভৌমিক ও তার বন্ধুরা মরিয়া হয়ে উঠেন ইউক্রেন ছাড়ার জন্য।
এরপর তারা বাস ধরে,পায়ে হেঁটে পোলেন্ড বর্ডারে পৌঁছায় এবং সেখানে চার দিন আটকে থাকতে হয়েছিল। এর পর ভারত সরকারের সহযোগিতার তারা দেশে ফিরে আসেন।
ঘরের মেয়েকে ঘরে ফিরে আসায় এই মূহুর্তে স্বস্তিতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ভৌমিক পরিবারে। তাদের মেয়েকে ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারের কাছে ধন্যবাদ জ্ঞাপন করলেন সোনিয়ার মা ও বাবা।