০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘আর যেতে চাই না’, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি  ফিরে জানালেন তমলুকের সোনিয়া

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 13

সুরজ মিশ্র, তমলুকঃ সেই তিন রাতের  আতঙ্ক এখনও কাটেনি সোনিয়া ভৌমিকের। মেডিক্যালের সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারের এই ছাত্রী আর ইউক্রেনে ফিরতে চান না বলে সাংবাদিকদের জানিয়েছেন।  ইউক্রেনের টার্ন অফ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী সোনিয়া ভৌমিক আটকে পড়েছিলেন । ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের ভয়াবহতা আকার ধারণ করলে সোনিয়া ভৌমিক ও তার বন্ধুরা মরিয়া হয়ে উঠেন ইউক্রেন ছাড়ার জন্য।

'আর যেতে চাই না', যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি  ফিরে জানালেন তমলুকের সোনিয়া

আরও পড়ুন: সংসদে সৌজন্য সোনিয়া-মোদির

এরপর তারা বাস ধরে,পায়ে হেঁটে পোলেন্ড বর্ডারে পৌঁছায় এবং সেখানে চার দিন আটকে থাকতে হয়েছিল। এর পর ভারত সরকারের সহযোগিতার তারা দেশে ফিরে আসেন।

আরও পড়ুন: সনিয়াকে তলবের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভে নামল কংগ্রেস, দিল্লিতে চলল জলকামান

ঘরের মেয়েকে ঘরে ফিরে আসায় এই মূহুর্তে স্বস্তিতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ভৌমিক পরিবারে।  তাদের মেয়েকে ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারের কাছে ধন্যবাদ জ্ঞাপন করলেন সোনিয়ার মা ও বাবা।

আরও পড়ুন: হাসপাতাল থেকে ছুটি পেলেন সোনিয়া, আগামী ২৩ জুন ইডির দফতরে হাজিরা দেওয়ার সম্ভাবনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘আর যেতে চাই না’, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি  ফিরে জানালেন তমলুকের সোনিয়া

আপডেট : ৩ মার্চ ২০২২, বৃহস্পতিবার

সুরজ মিশ্র, তমলুকঃ সেই তিন রাতের  আতঙ্ক এখনও কাটেনি সোনিয়া ভৌমিকের। মেডিক্যালের সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারের এই ছাত্রী আর ইউক্রেনে ফিরতে চান না বলে সাংবাদিকদের জানিয়েছেন।  ইউক্রেনের টার্ন অফ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী সোনিয়া ভৌমিক আটকে পড়েছিলেন । ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের ভয়াবহতা আকার ধারণ করলে সোনিয়া ভৌমিক ও তার বন্ধুরা মরিয়া হয়ে উঠেন ইউক্রেন ছাড়ার জন্য।

'আর যেতে চাই না', যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি  ফিরে জানালেন তমলুকের সোনিয়া

আরও পড়ুন: সংসদে সৌজন্য সোনিয়া-মোদির

এরপর তারা বাস ধরে,পায়ে হেঁটে পোলেন্ড বর্ডারে পৌঁছায় এবং সেখানে চার দিন আটকে থাকতে হয়েছিল। এর পর ভারত সরকারের সহযোগিতার তারা দেশে ফিরে আসেন।

আরও পড়ুন: সনিয়াকে তলবের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভে নামল কংগ্রেস, দিল্লিতে চলল জলকামান

ঘরের মেয়েকে ঘরে ফিরে আসায় এই মূহুর্তে স্বস্তিতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ভৌমিক পরিবারে।  তাদের মেয়েকে ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারের কাছে ধন্যবাদ জ্ঞাপন করলেন সোনিয়ার মা ও বাবা।

আরও পড়ুন: হাসপাতাল থেকে ছুটি পেলেন সোনিয়া, আগামী ২৩ জুন ইডির দফতরে হাজিরা দেওয়ার সম্ভাবনা