০১ নভেম্বর ২০২৫, শনিবার, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিধানসভার সব কাজকর্ম বন্ধ রেখে আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা চান শুভেন্দু

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 64

পুবের কলম প্রতিবেদকঃ গত কয়েকদিনে যেভাবে রাজ্যে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে সে কারণে সব আলোচনা বন্ধ রেখে বিধানসভায় আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা চায় বিরোধীরা। এদিন বিধানসভায় এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেrদু অধিকারী। তার অভিযোগ– এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জতুগৃহে আকার ধারণ করেছে। কার্যত বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে রাজ্য। এদিন এই নিয়েই সরব হয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলেন– বগ টুই গ্রামে গৃহযুদ্ধ চলছে। সবার বাড়িতে বrদুক বোমা মজুত রয়েছে। শুধু পুলিশের হাতে বrদুক নেই। পুলিশকে খালি হাতে ডিউটি করতে হয়। তিনি বলেন গোটা রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে আমরা দাবি জানাচ্ছি সব কাজকর্ম বন্ধ রেখে মুখ্যমন্ত্রী এবং তার দল এখানে আসুক আমরা তথ্য দিয়ে বলবো ৮ দিনের ২৭ জনের মৃতু্য হয়েছে। মহিলা শিশুদের জীবনের দাম নেই এখানে। কাজেই সব আলোচনা বন্ধ রেখে আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করা হোক। আমরা একটা একটা করে প্রশ্ন করব আর তার উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীকে।

উল্টো দিকে বিরোধী দলনেতার এই দাবিকে নস্যাৎ করে দিয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন– আইনশৃঙ্খলা নিয়ে কোনোরকম আপোষ করেন না মুখ্যমন্ত্রী মমতা বrেদ্যাপাধ্যায়। বিরোধী দলনেতা প্রচারে থাকতে চান তাই সংবাদমাধ্যমের নজর কাড়তে এসব কথা বলছেন। বাস্তব তো এই যে ঘটনা ঘটার পর থেকেই প্রত্যেক মুহুর্ত নজরে রেখেছেন মুখ্যমন্ত্রী। বারবার ফোন করে কথা বলেছেন জেলা প্রশাসন এবং পুলিশের সঙ্গে। আজ তিনি নিজে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। যারা বাংলায় অশান্তির তৈরি করতে চাইছেন তারাই এখানে আইনশৃঙ্খলা অবনতির ছবি দেখছেন। ফলে ওদের প্রচারে মানুষ কান দেয়না।

আরও পড়ুন: কেন্দ্রের প্রস্তাবিত Ration card এ রাজ্যের আপত্তি, কেন?

 

আরও পড়ুন: মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার

আরও পড়ুন: বিদ্যুৎ পরিষেবায় ৪১১৬ কোটি টাকার বরাদ্দ, অনুমোদন West Bengal Legislative Assembly

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিধানসভার সব কাজকর্ম বন্ধ রেখে আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা চান শুভেন্দু

আপডেট : ২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদকঃ গত কয়েকদিনে যেভাবে রাজ্যে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে সে কারণে সব আলোচনা বন্ধ রেখে বিধানসভায় আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা চায় বিরোধীরা। এদিন বিধানসভায় এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেrদু অধিকারী। তার অভিযোগ– এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জতুগৃহে আকার ধারণ করেছে। কার্যত বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে রাজ্য। এদিন এই নিয়েই সরব হয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলেন– বগ টুই গ্রামে গৃহযুদ্ধ চলছে। সবার বাড়িতে বrদুক বোমা মজুত রয়েছে। শুধু পুলিশের হাতে বrদুক নেই। পুলিশকে খালি হাতে ডিউটি করতে হয়। তিনি বলেন গোটা রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে আমরা দাবি জানাচ্ছি সব কাজকর্ম বন্ধ রেখে মুখ্যমন্ত্রী এবং তার দল এখানে আসুক আমরা তথ্য দিয়ে বলবো ৮ দিনের ২৭ জনের মৃতু্য হয়েছে। মহিলা শিশুদের জীবনের দাম নেই এখানে। কাজেই সব আলোচনা বন্ধ রেখে আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করা হোক। আমরা একটা একটা করে প্রশ্ন করব আর তার উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীকে।

উল্টো দিকে বিরোধী দলনেতার এই দাবিকে নস্যাৎ করে দিয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন– আইনশৃঙ্খলা নিয়ে কোনোরকম আপোষ করেন না মুখ্যমন্ত্রী মমতা বrেদ্যাপাধ্যায়। বিরোধী দলনেতা প্রচারে থাকতে চান তাই সংবাদমাধ্যমের নজর কাড়তে এসব কথা বলছেন। বাস্তব তো এই যে ঘটনা ঘটার পর থেকেই প্রত্যেক মুহুর্ত নজরে রেখেছেন মুখ্যমন্ত্রী। বারবার ফোন করে কথা বলেছেন জেলা প্রশাসন এবং পুলিশের সঙ্গে। আজ তিনি নিজে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। যারা বাংলায় অশান্তির তৈরি করতে চাইছেন তারাই এখানে আইনশৃঙ্খলা অবনতির ছবি দেখছেন। ফলে ওদের প্রচারে মানুষ কান দেয়না।

আরও পড়ুন: কেন্দ্রের প্রস্তাবিত Ration card এ রাজ্যের আপত্তি, কেন?

 

আরও পড়ুন: মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার

আরও পড়ুন: বিদ্যুৎ পরিষেবায় ৪১১৬ কোটি টাকার বরাদ্দ, অনুমোদন West Bengal Legislative Assembly