০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ৩০০ বাসিন্দা নিয়ে ‘স্বাধীন দেশ’ হতে চায় সেবোরগা গ্রাম

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার
  • / 62

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক :  স্বাধীনতার সুখ সবাই পেতে চায়। এর ব্যতিক্রম নয় উত্তর ইতালির ইম্পেরিয়া প্রদেশের গ্রাম সেবোরগা। ছোট জনপদ হলেও পুরোদস্তুর একটি স্বাধীন দেশ হয়ে ওঠার স্বপ্ন তাদের। সেবোরগা একটি প্রিন্সিপ্যালিটি অর্থাৎ প্রিন্স বা অনুরূপ খেতাবের কারো শাসনাধীন। এরইমধ্যে এর নিজস্ব পতাকা, জাতীয় সংগীত, পাসপোর্ট, স্ট্যাম্প, মুদ্রা, এমনকি একজন রাজাও রয়েছে। এলাকাটি এসবের সঙ্গে এখন যোগ করতে চাইছে সার্বভৌমত্বের আইনি স্বীকৃতি। ১৯৬০ সাল থেকে এই দাবি করে যাচ্ছে তারা।

 

আরও পড়ুন: ঘোড়ায় চেপে বিয়ে করতে মানা, দলিত বরের শোভাযাত্রার প্রহরায় ৬০ পুুলিশকর্মী

সেবোরগা গ্রামের আকার প্রায় পাঁচ বর্গমাইল, সেখানে মাত্র ৩০০ জনের কিছু বেশি মানুষের বসবাস। ফ্রান্স থেকে খুব কাছে গ্রামটি। সেখানে যাওয়ার রাস্তায় আছে একটি অনানুষ্ঠানিক সীমান্ত ক্রসিং। আর সেখানে রয়েছে সেবোরগার পতাকার রং দেওয়া একটি প্রহরীকক্ষ। কখনো কখনো সেখানে দায়িত্বে থাকেন স্বঘোষিত সীমান্তরক্ষীরা।

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: বাংলাদেশে গ্রেফতার ১৩০৮

 

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা

পাহাড়ের ওপরের গ্রামটি থেকে নিচের রিভিয়েরার নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ে। চোখে পড়বে প্রিন্সিপ্যালিটি মোনাকোও, যা সম্ভবত বিশ্বের সবচেয়ে বিখ্যাত খুদে রাষ্ট্র। সেবোরগার স্বাধীনতার নিরন্তর প্রচেষ্টার পেছনে মোনাকো এক বড় অনুপ্রেরণা। সেবোরগার প্রিন্সেস নিনা বলেন, আইনজীবীরা এটি নিয়ে কাজ করছেন। এ কারণেই আমি রাজকুমারী নির্বাচিত হয়েছি।প্রসঙ্গত, ‘হার সেরিন হাইনেস’ বলে সম্বোধন করা হয় সেবোরগার প্রিন্সেস নিনাকে।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাত্র ৩০০ বাসিন্দা নিয়ে ‘স্বাধীন দেশ’ হতে চায় সেবোরগা গ্রাম

আপডেট : ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক :  স্বাধীনতার সুখ সবাই পেতে চায়। এর ব্যতিক্রম নয় উত্তর ইতালির ইম্পেরিয়া প্রদেশের গ্রাম সেবোরগা। ছোট জনপদ হলেও পুরোদস্তুর একটি স্বাধীন দেশ হয়ে ওঠার স্বপ্ন তাদের। সেবোরগা একটি প্রিন্সিপ্যালিটি অর্থাৎ প্রিন্স বা অনুরূপ খেতাবের কারো শাসনাধীন। এরইমধ্যে এর নিজস্ব পতাকা, জাতীয় সংগীত, পাসপোর্ট, স্ট্যাম্প, মুদ্রা, এমনকি একজন রাজাও রয়েছে। এলাকাটি এসবের সঙ্গে এখন যোগ করতে চাইছে সার্বভৌমত্বের আইনি স্বীকৃতি। ১৯৬০ সাল থেকে এই দাবি করে যাচ্ছে তারা।

 

আরও পড়ুন: ঘোড়ায় চেপে বিয়ে করতে মানা, দলিত বরের শোভাযাত্রার প্রহরায় ৬০ পুুলিশকর্মী

সেবোরগা গ্রামের আকার প্রায় পাঁচ বর্গমাইল, সেখানে মাত্র ৩০০ জনের কিছু বেশি মানুষের বসবাস। ফ্রান্স থেকে খুব কাছে গ্রামটি। সেখানে যাওয়ার রাস্তায় আছে একটি অনানুষ্ঠানিক সীমান্ত ক্রসিং। আর সেখানে রয়েছে সেবোরগার পতাকার রং দেওয়া একটি প্রহরীকক্ষ। কখনো কখনো সেখানে দায়িত্বে থাকেন স্বঘোষিত সীমান্তরক্ষীরা।

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: বাংলাদেশে গ্রেফতার ১৩০৮

 

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা

পাহাড়ের ওপরের গ্রামটি থেকে নিচের রিভিয়েরার নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ে। চোখে পড়বে প্রিন্সিপ্যালিটি মোনাকোও, যা সম্ভবত বিশ্বের সবচেয়ে বিখ্যাত খুদে রাষ্ট্র। সেবোরগার স্বাধীনতার নিরন্তর প্রচেষ্টার পেছনে মোনাকো এক বড় অনুপ্রেরণা। সেবোরগার প্রিন্সেস নিনা বলেন, আইনজীবীরা এটি নিয়ে কাজ করছেন। এ কারণেই আমি রাজকুমারী নির্বাচিত হয়েছি।প্রসঙ্গত, ‘হার সেরিন হাইনেস’ বলে সম্বোধন করা হয় সেবোরগার প্রিন্সেস নিনাকে।