পুবের কলম ওয়েবডেস্কঃ টিকার যোগান স্বাভাবিক হতে চলেছে ওপার বাংলায় । শনিবার রাতেই চিন থেকে সিনোভ্যাকের ২০ লক্ষ ডোজ এসে পৌঁছেছে ঢাকায়। বেজিং থেকে দুটি বিমানে করে শনিবার রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আনা হয় সিনোফার্মের তৈরি করোনা ভ্যাকসিন। এই ভ্যাকসিনগুলি চিনা সংস্থা থেকে কিনছে হাসিনা প্রশাসন। প্রথম দফার ২০ লক্ষ টিকা এসেছিল জুলাইয়ের প্রথমে। এবার এল আরও ২০ লক্ষ। চিনের প্রতিশ্রুতি অনুযায়ী, আগস্টে আরও টিকা পাঠানো হবে। বাংলাদেশকে প্রয়োজনমতো করোনা ভ্যাকসিন সরবরাহ করতে চুক্তিবদ্ধ হয়েছে চিন।
মহামারী করোনার সংকট কাটাতে বিভিন্ন দেশ থেকে টিকা আমদানি করছে বাংলাদেশ। প্রথম ভারতের সেরাম ইনস্টিটিউট থেকেই ভ্যাকসিন চেয়ে পাঠায় হাসিনা সরকার। ফেব্রুয়ারি মাসে সেই টিকা দিয়েই দেশে গণটিকাকরণ শুরু হয়। তবে উৎপাদন কম হওয়ায় মাঝে টিকা রপ্তানি বন্ধ ছিল সেরামের তরফে। চলতি মাসে ফের ভ্যাকসিন সরবরাহ শুরু হয়েছে। ভারত ছাড়াও চিন, রাশিয়া থেকেও টিকা কিনছে বাংলাদেশ।
৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
চিন থেকে টিকা আমদানি করলো বাংলাদেশ, গণটিকাকরণের ঘোষণা প্রধানমন্ত্রী হাসিনার
-
সুস্মিতা - আপডেট : ১৮ জুলাই ২০২১, রবিবার
- 65
সর্বধিক পাঠিত






























