০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যতকান্ড লখিমপুরে! এবার বিজেপি বিধায়কের গাড়ি পিষে দিল দুই বাইক আরোহীকে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ এপ্রিল ২০২২, সোমবার
  • / 121

পুবের কলম ওয়েবডেস্কঃ যতকান্ড লখিমপুরে। এবার বিজেপি বিধায়কের গাড়ি রবিবার রাতে পিষে দিল দুই বাইক আরোহীকে। যদিও জানা যাচ্ছে সেই সময় গাড়িতে ছিলেন না বিধায়ক। জানা যাচ্ছে গাড়িটি বিজেপি বিধায়ক যোগেশ শর্মার স্ত্রী নীলম শর্মার নামে রেজিস্ট্রি করানো । গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। গাড়িতে হিন্দিতে লেখা বিধায়ক স্টিকারও ছিল। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকেও।

সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে মৃতেরা সকলেই খেরি থানার অন্তর্গত কিরাতপুরের বাসিন্দা। রামপুর থেকে ফিরছিলেন নিহত ওই বাইক আরোহীরা। সেই সময় বিধায়কের ওই স্করপিও তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণহারান ওই দুই বাইক আরোহী।

আরও পড়ুন: ‘তুমি এসসি, নীচে দাঁড়িয়ে থাকো’, অন্ধ্রে দলিত সরপঞ্চকে অপমান করলেন পদ্ম বিধায়ক

লখিমপুর খেরির এসপি (SP) সঞ্জীব সুমন জানিয়েছেন, “বাহরাইচ হাইওয়েতে একটি গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। তাতেই দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। গাড়িটি সদর বিধায়ক যোগেশ ভার্মার বলে জানা গিয়েছে। গাড়ির চালককে হেফাজতে নেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি। তদন্ত চলছে।”উল্লেখ্য সোমবারেই লখিমপুর খেরি কান্ডে মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিষ টেনির জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় আইনী স্বস্তি বিজেপি বিধায়কদের

আরও পড়ুন: করওয়া চৌথের দিন মুসলিম শিল্পীর কাছ থেকে হিন্দু মহিলাদের মেহেন্দি না লাগানোর হুঁশিয়ারি, লাভ জিহাদের অভিযোগ বিজেপি বিধায়কের     

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যতকান্ড লখিমপুরে! এবার বিজেপি বিধায়কের গাড়ি পিষে দিল দুই বাইক আরোহীকে

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ যতকান্ড লখিমপুরে। এবার বিজেপি বিধায়কের গাড়ি রবিবার রাতে পিষে দিল দুই বাইক আরোহীকে। যদিও জানা যাচ্ছে সেই সময় গাড়িতে ছিলেন না বিধায়ক। জানা যাচ্ছে গাড়িটি বিজেপি বিধায়ক যোগেশ শর্মার স্ত্রী নীলম শর্মার নামে রেজিস্ট্রি করানো । গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। গাড়িতে হিন্দিতে লেখা বিধায়ক স্টিকারও ছিল। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকেও।

সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে মৃতেরা সকলেই খেরি থানার অন্তর্গত কিরাতপুরের বাসিন্দা। রামপুর থেকে ফিরছিলেন নিহত ওই বাইক আরোহীরা। সেই সময় বিধায়কের ওই স্করপিও তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণহারান ওই দুই বাইক আরোহী।

আরও পড়ুন: ‘তুমি এসসি, নীচে দাঁড়িয়ে থাকো’, অন্ধ্রে দলিত সরপঞ্চকে অপমান করলেন পদ্ম বিধায়ক

লখিমপুর খেরির এসপি (SP) সঞ্জীব সুমন জানিয়েছেন, “বাহরাইচ হাইওয়েতে একটি গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। তাতেই দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। গাড়িটি সদর বিধায়ক যোগেশ ভার্মার বলে জানা গিয়েছে। গাড়ির চালককে হেফাজতে নেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি। তদন্ত চলছে।”উল্লেখ্য সোমবারেই লখিমপুর খেরি কান্ডে মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিষ টেনির জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় আইনী স্বস্তি বিজেপি বিধায়কদের

আরও পড়ুন: করওয়া চৌথের দিন মুসলিম শিল্পীর কাছ থেকে হিন্দু মহিলাদের মেহেন্দি না লাগানোর হুঁশিয়ারি, লাভ জিহাদের অভিযোগ বিজেপি বিধায়কের